X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে সামরিক হেলিকপ্টার ভূপাতিতের দাবি বিচ্ছিন্নতাবাদীদের, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
০৩ আগস্ট ২০২২, ২০:৫৩আপডেট : ০৩ আগস্ট ২০২২, ২১:০৯

পাকিস্তানের খনিজসম্পদে ভরপুর বেলুচিস্তান প্রদেশের বিচ্ছিন্নতাবাদীরা একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে। সোমবার বন্যার ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার সময় এটিকে ভূপাতিত করা হয়। এতে হেলিকপ্টারে থাকা এক উচ্চপদস্থ সামরিক কমান্ডারসহ ছয় জন নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনীর এক সিনিয়র কর্মকর্তা বিচ্ছিন্নতাবাদীদের এই দাবিকে প্রোপাগান্ডা ও ফেক নিউজ হিসেবে উড়িয়ে দিয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

মঙ্গলবার শেষ রাতের দিকে বেলুচ বিদ্রোহী গোষ্ঠীদের সম্মিলিত জোট দ্য বেলুচ রাজি আজই সংগার (বিআরএএস)-এর পক্ষ থেকে রয়টার্সকে পাঠানো এক বিবৃতিতে দাবি করা হয়েছে, নিচু দিয়ে উড়তে থাকা হেলিকপ্টারটি বিমানবিধ্বংসী অস্ত্র দিয়ে গুলি করে ভূপাতিত করা হয়েছে।

বিচ্ছিন্নতাবাদীদের পক্ষ থেকে তাদের দাবির পক্ষে কোনও প্রমাণ দেওয়া হয়নি। রয়টার্সও স্বাধীনভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটিতে কয়েক দশক ধরে পাকিস্তানের সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করছে বেলুচ জাতিগোষ্ঠী। তাদের দাবি, অন্যায্যভাবে তাদের প্রাকৃতিক গ্যাস ও খনিজসম্পদ দেশের অন্যান্য স্থানের কাজে লাগানো হচ্ছে।

বেলুচিস্তানে গভীর সমুদ্রবন্দর গোয়াদার বন্দর অবস্থিত। যা প্রতিবেশী চীন কয়েকশ’ কোটি ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অংশ হিসেবে গড়ে তুলছে। এটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে সড়ক ও সাগরপথে যুক্ত হবে।

বিচ্ছিন্নতাবাদীরা এই প্রকল্পের বিরোধিতা করে আসছে এবং আক্রমণের চেষ্টা করে যাচ্ছে।

হেলিকপ্টার বিধ্বস্তে নিহতদের মধ্যে রয়েছেন দক্ষিণ পাকিস্তানভিত্তিক ১২ কর্পস-এর লে. জেনারেল সরফরাজ আলী।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বাঘ ছাড়ায় নিজ গ্রামে শেষবার ভোট, আবেগে আচ্ছন্ন বাসিন্দারা!
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
সর্বশেষ খবর
বাঘ ছাড়ায় নিজ গ্রামে শেষবার ভোট, আবেগে আচ্ছন্ন বাসিন্দারা!
বাঘ ছাড়ায় নিজ গ্রামে শেষবার ভোট, আবেগে আচ্ছন্ন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা