X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

পাকিস্তানে সাংবাদিকদের ওপর হামলা বেড়েছে ৬০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক
০১ মে ২০২৩, ১১:৩০আপডেট : ০১ মে ২০২৩, ১১:৩৬

গত এক বছরে পাকিস্তানে সাংবাদিক, মিডিয়া পেশাদার এবং মিডিয়া সংস্থার বিরুদ্ধে অন্তত ১৪০টি হুমকি এবং হামলার ঘটনা ঘটেছে। মিডিয়া রাইট ওয়াচডগ ফ্রিডম নেটওয়ার্কের তৈরি ‘বার্ষিক পাকিস্তান প্রেস ফ্রিডম রিপোর্ট’-এ রবিবার (৩০ এপ্রিল) বিষয়টি ওঠে আসে। এতে বলা হয়, সংবাদমাধ্যমের বিরুদ্ধে এ ধরনের আরচণ বছরে ৬০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।    

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে সাংবাদিকতা চর্চার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা ইসলামাবাদ। কারণ এ ধরনের ঘটনার ৪০ শতাংশই ঘটে রাজধানীতে। দ্বিতীয় অবস্থানে পাঞ্জাব, সেখানে ২৫ শতাংশ এবং সিন্ধুতে ২৩ শতাংশ হামলা ও হুমকির ঘটনা ঘটেছে।

৩ মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম দিবসের আগে প্রকাশিত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, পাকিস্তানের সংবাদমাধ্যমের পরিবেশ সাম্প্রতিক মাসগুলোতে আরও ঝুঁকিপূর্ণ ও সহিংস হয়ে উঠেছে। ২০২২ সালের মে থেকে ২০২৩ সালের মার্চের মধ্যে হামলার সংখ্যা ৬৩ শতাংশ বেড়ে ১৪০ হয়েছে।

প্রতিবেদনে পর্যালোচনাধীন সময়ের মধ্যে পাকিস্তানে অন্তত পাঁচ সাংবাদিককে হত্যার কথা নথিভুক্ত করা হয়েছে।

ফ্রিডম নেটওয়ার্কের নির্বাহী পরিচালক ইকবাল খট্টক বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতার বাড়ার বিষয়টি বিরক্তিকর। এখানে জরুরি ভিত্তিতে সরকারকে মনোযোগ দিতে হবে’।

ফ্রিডম নেটওয়ার্ক সংবাদপত্রের স্বাধীনতা লঙ্ঘনগুলোকে ট্র্যাক করে তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে।

ইকবাল খট্টক বলেন, ‘স্বাধীন সাংবাদিকতার ওপর আক্রমণগুলো প্রয়োজনীয় তথ্যের সরবরাহকে বাধা দেয়। চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের এ সমস্যা প্রকট হয়ে উঠেছে’।

তিনি বলেন, ‘২০২১ সালে পাকিস্তান এশিয়ার প্রথম দেশ হিসেবে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে আইন প্রণয়ন করে। তবে দেড় বছর পর কেটে গেলেও এ আইন একজন সাংবাদিককেও সাহায্য করেনি। যার ফলে তাদের বিরুদ্ধে সহিংসতা বেড়েছে’।

পাকিস্তানে ১১ মাসের মধ্যে সাংবাদিকদের বিরুদ্ধে ১৪০টি হামলা দেখায় যে প্রতি মাসে ১৩টি মামলা হয়েছে।

সূত্র: দ্য ডন

/এসপি/
সম্পর্কিত
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া, আশঙ্কা ইউক্রেনের
কতটা এগোলো সৌদি-ইসরায়েল সম্পর্ক স্থাপনে মার্কিন উদ্যোগ?
সর্বশেষ খবর
সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধের আহ্বান সাঈদ খোকনের
সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধের আহ্বান সাঈদ খোকনের
আর কে মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন
আর কে মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন
মেহেরবানি করে আমাদের মতো থাকতে দিন, ভারতের প্রতি অলি
এলডিপির সংবাদ সম্মেলনে বিএনপি নেতামেহেরবানি করে আমাদের মতো থাকতে দিন, ভারতের প্রতি অলি
জমি নিয়ে বিরোধে চাচার ছুরিকাঘাতে প্রাণ গেলো ভাতিজির
জমি নিয়ে বিরোধে চাচার ছুরিকাঘাতে প্রাণ গেলো ভাতিজির
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির