X
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
২৫ মাঘ ১৪৩১

গণতন্ত্র নিয়ে কি তামাশা হচ্ছে, প্রশ্ন পিটিআই নেতার

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১৮

পাকিস্তানে গণতন্ত্র নিয়ে তামাশা করা হচ্ছে কি-না জানতে চাইলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা লতিফ খোসা। ইসলামাবাদে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেশটিতে নতুন সরকার গঠনে ক্ষমতার ভাগাভাগি ফর্মুলা নিয়ে এমন কটাক্ষ করেছেন তিনি। এসময় কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ছাড়া কোনও সরকার গঠন হবে না এবং তাকে ছাড়া কোনও গণতন্ত্র চলতে পারে না বলে সাফ জানিয়েছেন পিটিআই এই নেতা। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এই খবর জানিয়েছে।

৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে কোনও দল পর্যাপ্ত আসন না পাওয়ায় সাধারণ পরিষদের জোট সরকার গঠনের চেষ্টা করছে নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও বিলাওয়াল ভুট্টো জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এ নিয়ে ব্যাপক আলাপ আলোচনা সত্ত্বেও কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারে উভয় পক্ষ। এবার ক্ষমতার ভাগাভাগি ফর্মুলা নিয়ে আলোচনা করছে তারা।

তবে পিটিআই এই নেতার কাছে এই ফর্মুলাকে তামাশা করা ছাড়া আর কিছুই মনে হচ্ছে। কেননা, এবারের সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। তিনি বলেছেন, ফর্ম ৪৫ জারি হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল ‘সঠিক’ ছিল। তার বক্তব্যে, ‘ফর্ম ৪৫ অনুযায়ী ১৭০টি আসনে আমাদের প্রার্থীরা বিজয়ী ছিল।’

তবে এসব প্রার্থীদের স্বতন্ত্র বলা নিয়েও আপত্তি জানিয়েছেন লতিফ খোসা। তার মতে, ‘পিটিআই এখনও একটি আইনি ও সাংবিধানিক দল হিসেবে বিদ্যমান। তাই তারা কোন্ও স্বতন্ত্র প্রার্থী নয়।’ এসময় তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদেরকে স্বতন্ত্র বলা ভুল এবং বেআইনি।’

লতিফ খোসা বলেছিলেন, এই সংখ্যার সঙ্গে সংরক্ষিত আসন যোগ করা হলে জাতীয় পরিষদে ২০০ ছাড়িয়ে যাবে পিটিআই। তিনি আরও বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়া সবচেয়ে বড় রাজনৈতিক দলকে সরকার গঠনের অধিকার দেওয়া হয়েছে।’

এসময় পিএমএল-এন এবং পিপিপি-র মধ্যে ক্ষমতা ভাগাভাগির ফর্মুলার খবরে বিস্ময় প্রকাশ করে লতিফ খোসা বলেন, গণতন্ত্র নিয়ে কী তামাশা করা হচ্ছে?

এ বিষয়ে তিনি বলেন, ‘তারা কারা—যাদের জনগণ প্রত্যাখ্যান করেছে— তারা নিজেদের মধ্যে বিভক্ত… ইমরান খানকে ছাড়া কোনও বিধানসভা বা সংসদ চলতে পারে না। ইমরান খানকে ছাড়া না কোনও গণতন্ত্র চলতে পারে, না গঠন করা যাবে কোনও সরকার। তাই ইমরানকে বাদ দিয়ে তারা কোনও গণতন্ত্র বা সরকার পরিচালনা করতে পারবে এই ভুল ধারণা থেকে নিজেদেরকে বের করে আনুন। ইমরান খানকে ফিরিয়ে আনতে হবে।’

এসময় তিনি আরও বলেন, ‘আর আমাদের দলটি সবচেয়ে বড় রাজনৈতিক দল হওয়ায় ইমরানই হবেন প্রধানমন্ত্রী এবং কেউ তাকে বাধা দিতে পারবে না।’

/এএকে/
সম্পর্কিত
রুশ বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করলো তিন দেশ
‘উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র যুদ্ধের জন্য, দরকষাকষির জন্য নয়’
ইসরায়েলের ৩ জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস
সর্বশেষ খবর
ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
২৪ ঘণ্টায় অভিযানে আ.লীগ-ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার
২৪ ঘণ্টায় অভিযানে আ.লীগ-ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার
কিশোরগঞ্জে গরুকে ঘাস খাওয়ানো নিয়ে সংঘর্ষে আহত ২০
কিশোরগঞ্জে গরুকে ঘাস খাওয়ানো নিয়ে সংঘর্ষে আহত ২০
‘ক্যাডার যার মন্ত্রণালয় তার প্রস্তাব সারা দেশের মানুষের দাবিতে পরিণত হয়েছে’
‘ক্যাডার যার মন্ত্রণালয় তার প্রস্তাব সারা দেশের মানুষের দাবিতে পরিণত হয়েছে’
সর্বাধিক পঠিত
গাজীপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পিটুনি, ফেসবুকে যা লিখলেন সারজিস আলম
গাজীপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পিটুনি, ফেসবুকে যা লিখলেন সারজিস আলম
৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনায় নিন্দা ও বিচার দাবি ২৬ বিশিষ্ট নাগরিকের
৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনায় নিন্দা ও বিচার দাবি ২৬ বিশিষ্ট নাগরিকের
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় ১৫ জনকে পিটিয়ে আহত
মসজিদের মাইকে ডাকাতির ঘোষণাসাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় ১৫ জনকে পিটিয়ে আহত
আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই: সেনাপ্রধান
আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই: সেনাপ্রধান
এভাবে আর কতদিন, সমস্যা সমাধান করতে হবে: জনপ্রশাসন সচিব
এভাবে আর কতদিন, সমস্যা সমাধান করতে হবে: জনপ্রশাসন সচিব