X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২৪, ১৩:৪৫আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১৩:৪৫

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৫ মার্চ) সকাল ৮ টায় পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই ভোটগ্রহণ শেষ হবে ১৭ মার্চ রবিবার রাত আটটায়। ওইদিন পশ্চিমাঞ্চলীয় রুশ ছিটমহল কালিনিনগ্রাদে ভোটগ্রহণ সম্পন্ন হবে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে সহজ জয় পেতে পারেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, এবারের নির্বাচনে রাশিয়ায় নিবন্ধিত ভোটার রয়েছেন মোট ১১ কোটি ২৩ লাখ। এছাড়া, নির্বাচনে ভোট দিতে পারবেন আরও ১৯ লাখ প্রবাসী ভোটার।

রাশিয়ার প্রেসিডেন্ট র্নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনকর্মীরা। ছবি: রয়টার্স

রুশ নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার মোট ১১ কোটি ৩৫ লাখ ৭৪ হাজার ৫৫০টি ব্যালট ছাপা হয়েছে। এরমধ্যে, বৃহস্পতিবার পর্যন্ত ২০ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন।

রুশ অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলগুলোতেও ভোটগ্রহণ চলছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরুর সময় অঞ্চলগুলো দখলে নিয়েছিল রাশিয়া। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে অধিকৃত ক্রিমিয়াতেও। ২০১৪ সালে মস্কো ওই অঞ্চলটিও দখলে নিয়েছে দেশটি। তবে রাশিয়ার এমন পদক্ষেপের স্বীকৃতি দেয়নি বেশিরভাগ আন্তর্জাতিক সম্প্রদায়।

ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা। ছবি: সিনহুয়া

এই নির্বাচনকে একটি ‘প্রহসন’ বলে নিন্দা করেছে ইউক্রেন। ভোট শুরুর আগে, সীমান্তবর্তী একাধিক রুশ অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইউক্রেন। বেলগোরড অঞ্চলে বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে।

পুতিনের জয় সুনিশ্চিত

ভোট চলার মধ্যেই রাশিয়ায় বিক্ষোভের আহ্বান জানিয়েছে পুতিনবিরোধীরা। তবে ভোটের সময় যেকোনও ধরণের বিক্ষোভের বিরুদ্ধে সবাইকে সতর্ক করেছেন রুশ কর্মকর্তারা।

রাশিয়া বলেছে, এই ভোট ইউক্রেনে আক্রমণের সিদ্ধান্তের প্রতি পুরো দেশের সমর্থনের বিষয়টি প্রমাণ করবে।

ভোট শুরুর আগে, বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন বলেছিলেন, ‘আমি নিশ্চিত, আপনারা বুঝতে পারছেন আমাদের দেশ কী কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং প্রায় প্রতিটি পদে পদে আমরা কী জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এপি

পুতিনের সব প্রধান সমালোচক কারাগারে বা নির্বাসনে কিংবা মৃত্যুবরণ করেছেন। এছাড়া, নির্বাচনের প্রার্থী হওয়ার চেষ্টা করা আরও কয়েকজন রাজনীতিককে অযোগ্য ঘোষণা করেছে রুশ কর্তৃপক্ষ। তাই এবারের নির্বাচনেও পুতিনের জয় প্রায় সুনিশ্চিত বলেই মনে করছেন বিশ্লেষকরা।

২০০০ সাল থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন ৭১ বছর বয়সী পুতিন। নির্বাচনে জয়ী হলে অন্তত ২০৩০ সাল পর্যন্ত রাশিয়ার ক্ষমতায় থাকবেন সাবেক কেজিবি কর্মকর্তা। এর মধ্য দিয়ে তিনি সবচেয়ে বেশি সময় রাশিয়ার ক্ষমতায় থাকা নেতা হিসেবে ১৮ শতকের ক্যাথরিন দ্য গ্রেটকেও ছাড়িয়ে যাবেন।

/এএকে/
সম্পর্কিত
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
পাকিস্তানে উপ-প্রধানমন্ত্রী হলেন ইসহাক দার, পরিবারতন্ত্রের অভিযোগ পিটিআইয়ের
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেফতার
সর্বশেষ খবর
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ