X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ভারত মহাসাগরে ভাসমান শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করলো লঙ্কান নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৪, ১৭:০১আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৬

শ্রীলঙ্কার নৌবাহিনী ভারত মহাসাগরে ভাসমান একটি মাছ ধরার ট্রলারের ওপর থেকে ১০২ জন রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে ২৫ জন শিশু রয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) দেশটির নৌবাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, শরণার্থীদের শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় ত্রিঙ্কোমালি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের তীরে নামার আগে মেডিকেল পরীক্ষা করা হবে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গা সম্প্রদায় মিয়ানমারে চরম নির্যাতনের শিকার। প্রতিবছর হাজার হাজার রোহিঙ্গা দীর্ঘ সমুদ্রযাত্রার ঝুঁকি নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার দিকে পাড়ি জমায়।

বৃহস্পতিবার ভোরে শ্রীলঙ্কার উত্তরের মুল্লৈভাইকাল উপকূলে স্থানীয় জেলেরা ভাসমান ট্রলারটি দেখতে পান। নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ভাষাগত সমস্যার কারণে শরণার্থীদের গন্তব্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের কারণে তারা পথ হারিয়েছে।

শ্রীলঙ্কায় রোহিঙ্গাদের নৌকা ভেসে আসা খুব একটা সাধারণ ঘটনা নয়। তবে এটি একেবারে বিরল কিছুও নয়। দেশটি মিয়ানমার থেকে প্রায় ১ হাজার ৭৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

গত অক্টোবরে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে প্রায় ১০০ রোহিঙ্গা একটি নৌকায় এসে পৌঁছালে সেখানে ছয়জনের মৃত্যু হয়।

এর আগে ২০২২ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার নৌবাহিনী আরও ১০০ জনের বেশি রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করেছিল।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের সময় সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। ওই অভিযানকে কেন্দ্র করে বর্তমানে জাতিসংঘের একটি আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলাও চলছে।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের ফলে লাখ লাখ মানুষ দেশ ছেড়েছে। রোহিঙ্গা সম্প্রদায় এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নাগরিকত্ব স্বীকৃতি না পাওয়া সত্ত্বেও তাদের জোরপূর্বক সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
মার্কিন অস্ত্র সহায়তা স্থগিতে রুশ হামলা জোরদারের শঙ্কায় ইউক্রেন
গাজায় যুদ্ধবিরতিট্রাম্পের ‘চূড়ান্ত’ প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, নির্মূলের অঙ্গীকার ইসরায়েলের
লন্ডনে মা‌কে কুপিয়ে হত্যা, ছেলে লায়েক মিয়া অভিযুক্ত
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন