X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

চীনে দুটি স্বর্ণ খনিতে দুর্ঘটনায় নিহত ১১

বিদেশ ডেস্ক
২৫ মার্চ ২০১৭, ১৮:৫১আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১৮:৫২

চীনে খনিতে দুর্ঘটনার ফাইল ছবি চীনের হেনান প্রদেশের দুটি স্বর্ণখনিতে পৃথক দুর্ঘটনায় ১১ জন নিহতের খবর পাওয়া গেছে। শুক্রবার এ দুটি দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। প্রশাসন দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে শনিবার এ খবর জানিয়েছে রয়টার্স।

চীনের কমিউনিস্ট পার্টির নাগরিক কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ১০ টা ৩৬ মিনিটে লিংবাও নগরীতে চায়না ন্যাশনাল গোল্ড গ্রুপের কিনলিং স্বর্ণখনি ধোঁয়ায় ঢেকে গেছে। সেখানে ১২ শ্রমিক ও মাকিলপক্ষের ছয় কর্মী আটকা পড়েন।

বিবৃতিতে আরও বলা হয়, শুক্রবার রাতে উদ্ধারকর্মীরা খনি থেকে সাতটি লাশ উদ্ধার করেন। আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে একজন হাসপাতালে মারা যান। অপর ৯ জন আশঙ্কামুক্ত রয়েছেন।

নগরীর জরুরি সেবার কর্মকর্তারা জানান, শনিবার সকালেও আটকে পড়া শ্রমিকদের একজন নিখোঁজ ছিলেন। খনির ভেতর বিষাক্ত কার্বন মনোক্সাইডের মাত্রা অনেক বেশি থাকায় ও এক মিটারের কম দূরের জিনিসও দেখতে না পাওয়ায় তল্লাশি ও উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছে।

শনিবার প্রাদেশিক কর্মস্থান সুরক্ষা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পাশের একটি স্বর্ণ খনিতেও একই ধরনের দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর তিনটায় সেখানে দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় খনির ভেতর ছয় শ্রমিক আটকা পড়েন। দিনভর উদ্ধার অভিযান চালিয়ে বিকেল সাড়ে পাঁচটায় চার শ্রমিককে উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় আটকা পড়া অপর দুই শ্রমিককে মৃত পাওয়া গেছে।

চীনে প্রায়ই কয়লা ও স্বর্ণ খনিতে দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটে। সর্বশেষ চলতি বছরের মার্চ মাসে রাষ্ট্রীয় পরিচালনাধীন একটি খনিতে দুর্ঘটনায় মৃত্যু ১৭ জনের। এর আগে গত বছর ৩ ডিসেম্বর একটি কয়লা খনিতে বিস্ফোরণে মৃত্যু হয় ৩২ জনের। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
হংকংয়ে টানা ১০ হাজার বজ্রাঘাত
সর্বশেষ খবর
সংসদ অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত
সংসদ অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
পরপর দুবার কমলো এলপিজির দাম
পরপর দুবার কমলো এলপিজির দাম
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে