X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১
তাইওয়ানিজ অভিনেত্রীর 'আম্মা ও ভগবান' কোর্স প্রচারের জের

হিন্দু ধর্মীয় আধ্যাত্মিক প্রতিষ্ঠানের বিষয়ে সতর্ক করল চীন

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৯, ২০:৪৩আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ০৩:৪৪
image

হিন্দু ধর্মীয় আধ্যাত্মিক চর্চার প্রশিক্ষণ দেয় এমন অনেক সংগঠনের বিরুদ্ধে যৌন সহিংসতার অভিযোগ আছে উল্লেখ করে চীন এসব প্রতিষ্ঠানের বিষয়ে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। তাইওয়ানের একজন অভিনেত্রী দক্ষিণ ভারতীয় একটি সংস্থার অনুসরণে আধ্যাত্মিক চর্চার প্রচারণা চালানো শুরুর পর এলো চীনের এই সতর্কবার্তা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস লিখেছে, এ প্রসঙ্গে সামনে এসেছে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড ভোগ করা ভারতীয় ধর্মগুরু ‘বাবা’ রাম রহিম সিংয়ের। তাইওয়ানিজ অভিনেত্রী ই নেংজিং (অ্যানি ই)

ফরেন পলিসি সাময়িকীর এক প্রতিবেদনে বলা হয়েছিল, চীন ধর্মীয় এমন সংগঠনের বিষয়ে অনেক আগে থেকেই খুঁতখুঁতে। ঊনিশ শতকে তাইপে বিদ্রোহ নামে পরিচিত যে সহিংসতা ১৪ বছর ধরে চলেছে তার শুরুটা হয়েছিল এক ব্যক্তির নিজেকে যিশু খ্রিস্টের ছোট ভাই দাবি করার মাধ্যমে। তাইপে বিদ্রোহে মারা যায় প্রায় ২ কোটি মানুষ। ‘কাল্ট’ হিসেবে আখ্যায়িত ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে চীনের অবস্থান অত্যন্ত কড়া। দেশটি রীতিমত আলাদা ওয়েবসাইট খুলেছে এবিষয়ে প্রচারণা চালানোর জন্য। চীনের সুপ্রিম কোর্ট কাল্টের আলাদা সংজ্ঞাও নির্ধারণ করে দিয়েছে।

তাইওয়ানের একজন অভিনেত্রী দক্ষিণ ভারতীয় সংস্থার আধ্যাত্মিক চর্চার প্রচারণা চালানো শুরু করলে তা নিয়ে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জোর আলোচনা শুরু হয়। প্রশ্ন ওঠে, তিনি নতুন কোনও ধর্মীয় কাল্ট তৈরির চেষ্টা করছেন কি না। চীনা সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস লিখেছে, অভিনেত্রী ই নেংজিং (অ্যানি ই) সিনো ইউবোতে গত সোমবার (১৪ জানুয়ারি) ‘আম্মা ও ভগবানের’ ওপর যে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছেন তা ভারতের চিত্তোরের ওয়াননেস ইউনিভার্সিটির তৈরি। এর প্রধানের আসল নাম বিজয় কুমার। তিনি শ্রী ভগবান নামে পরিচিত।

চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে এ নিয়ে বিপুল আলোচনা–সমালোচনা হলে, টুইটারের বিকল্প চীনা সামাজিক যোগাযোগমাধ্যম এমপিএস এবং ‘চায়না অ্যান্টি কাল্ট এসোসিয়েশন' (সিএসিএ) কাল্টবিরোধী সতর্কবার্তা প্রকাশ করে। তাদের ভাষ্য, এমন আধ্যাত্মিক সংস্থাগুলোর বিরুদ্ধে যৌন সহিংসতার অভিযোগ রয়েছে। চীনে পুলিশের পক্ষ থেকেও একই বক্তব্য এসেছে। তারাও হিন্দু ধর্মীয় আধ্যাত্মিক চর্চার প্রশিক্ষণ দেওয়া ভারতীয় সংস্থাগুলোর বিরুদ্ধে যৌন সহিংসতার অভিযোগের কথা উল্লেখ করেছে।

সিএসিএ তাদের বিবৃতিতে ‘বাবা’ রাম রহিম সিংয়ের প্রসঙ্গ তুলে ধরেছে। তাকে সম্প্রতি সাংবাদিক হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ভারতের একটি আদালত। মূলত নিজের আশ্রমে 'ভক্ত' নারীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের সূত্রে তার সাম্রাজ্যের পতনের শুরু। সাবেক দুই নারী ভক্তের ধর্ষণের অভিযোগে তিনি এখন ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

চীনের গ্লোবাল টাইমসের সূত্রে ভারতের হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তাইওয়ানের অভিনেত্রী যে আধ্যাত্মিক চর্চার প্রশিক্ষণের বিষয়ে উইবোতে লিখেছিলেন, তা বৌদ্ধ ধর্ম ও খ্রিস্টান ধর্মের একটি মিশ্র উপস্থাপনা। এর সঙ্গে মিল পাওয়া যায় দক্ষিণ কোরিয়ার ‘ইউনিফিকেশন চার্চের, যাকে চীনের মন্ত্রিসভা কাল্ট হিসেবে গণ্য করে। চীনের সর্বোচ্চ আদালত ‘কাল্টকে’ সংজ্ঞায়িত করতে গিয়ে বলেছে, কাল্ট এমন একটি অবৈধ সংগঠন যা ধর্ম বা ‘কিগংয়’ দিয়ে দুঃখ-দুর্দশা দূর করার কথা বলে মানুষকে প্রতারিত করার জন্য। নিঃশ্বাস নেওয়া ও প্রশ্বাস ছাড়ার মতো কাজ করিয়ে সদস্যদের ‘উপশমের’ পথ বাতলানো এমন সংগঠনের মূল কাজ আসলে মানুষকে বশীভূত করে রাখা।

/এএমএ/
সম্পর্কিত
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
সর্বশেষ খবর
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে