X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

সন্ত্রাস দমনে ইউরোপের নতুন আইন মুসলমানদের জন্য বৈষম্যমূলক: অ্যামনেস্টি

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৭, ০৮:১১আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ০৮:১৬

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউরোপের নতুন সন্ত্রাস দমন আইনকে মুসলিম ও শরণার্থীদের জন্য বৈষম্যমূলক বলে উল্লেখ করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার (১৭ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, নতুন এই আইন ‘বিপজ্জনকভাবে অসম’ এবং এটি শঙ্কা ও বিচ্ছিন্নতা ছড়িয়ে দিচ্ছে। ফ্রান্সভিত্তিক বহুভাষিক ইউরাপীয় গণমাধ্যম ইউরো নিউজ এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, গত দুই বছরে ইউরোপের ১৪টি দেশে যে নিরাপত্তা পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে সতর্কবার্তা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ সময়ের মধ্যে ফ্রান্স, বেলজিয়াম ও জার্মানিতে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ২৮০ জন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে গৃহীত রেজ্যুলেশন অনুযায়ী ইউরোপের দেশগুলোতে সন্ত্রাসবাদ ইস্যুতে কেবল বিদেশির ধরপাকড় করার বিষয়টি মতপ্রকাশের স্বাধীনতার সুযোগকে সংকুচিত করেছে। সেটা বিশেষ করে মুসলিম ও শরণার্থীদের মধ্যে শঙ্কা তৈরি করেছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাউন্টার-টেরোরিজম বিশেষজ্ঞ ও প্রতিবেদনের লেখক জুলিয়া হল বলেন, ‘সরকার কোনও একজন ব্যক্তিকে বলছে, ‘আপনাকে সত্যিই সন্দেহভাজন মনে হচ্ছে। আপনি কমিউনিটি সেন্টারে যাতায়াত করেন। আপনি নির্দিষ্ট একটি মসজিদে যাতায়াত করেন। আর এ কারণে আমরা আপনার আচরণে বিধিনিষেধ আরোপ করছি। কারণ, আমরা মনে করছি যে ভবিষ্যতে আপনি কোনও অপরাধ করতে পারেন।’ প্রতিবেদনে এই বিষয়টিকে সবচেয়ে সমস্যার বলে উল্লেখ করা হয়েছে।’
জুলিয়া হল সতর্ক করে বলেন, ‘এ ধরনের ‘অত্যন্ত কঠোর’ নজরদারি এবং তল্লাশি, আটক ও গ্রেফতারের ক্ষমতার অপপ্রয়োগ হতে পারে আন্দোলনকারী ও সংখ্যালঘু দলগুলোর ওপর, যারা প্রকৃতপক্ষে রাষ্ট্রের জন্য হুমকির কারণ নয়।’ এ প্রসঙ্গে মুসলিম ও শরণার্থীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এই আইনে যেসব পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে তার প্রতিটি ক্ষেত্রেই বৈষম্যমূলক উপাদান রয়েছে। এই আইনের কারণে মুসলিম, মুসলিমভাবাপন্ন, বিদেশি, অভিবাসী ও শরণার্থীরা বৈষম্যের শিকার হবেন।’
এ ধরনের গণ-নজরদারির বদলে যেসব ব্যক্তি সন্দেহভাজন কেবল তাদের ওপরই নজরদারি সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

আরও পড়ুন-

ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা

নাইজেরিয়ায় ‘ভুলে’ বোমা হামলায় নিহত শতাধিক


/টিআর/এমএনএইচ/

সম্পর্কিত
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
সর্বশেষ খবর
মর্যাদাপূর্ণ জাতীয় মজুরির দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
মর্যাদাপূর্ণ জাতীয় মজুরির দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
মিল্টন সমাদ্দার গ্রেফতার
মিল্টন সমাদ্দার গ্রেফতার
মে দিবসের কর্মসূচিতে এসে ‘গরমে অসুস্থ’ হয়ে শ্রমিকের মৃত্যু
মে দিবসের কর্মসূচিতে এসে ‘গরমে অসুস্থ’ হয়ে শ্রমিকের মৃত্যু
খোলা ভোজ্যতেলে মিলছে না ভিটামিন ‘এ’, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
খোলা ভোজ্যতেলে মিলছে না ভিটামিন ‘এ’, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার