X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আবুবকর ফোফানাকে হত্যার অভিযোগে ফরাসি পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

বিদেশ ডেস্ক
০৭ জুলাই ২০১৮, ১২:৫৪আপডেট : ০৭ জুলাই ২০১৮, ১৪:৩০

গুলি চালিয়ে তরুণকে হত্যার দায়ে ফ্রান্সের একজন পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে গত বৃহস্পতিবার ২২ বছর বয়সী আবুবকর ফোফানার হত্যার ঘটনা সম্পর্কে প্রশ্নের মুখোমুখি হতে হয়। আবুর হত্যাকে কেন্দ্র করে ফ্রান্সের নানতে এলাকায় দাঙ্গা সংগঠিত হয়েছিল। সংবাদমাধ্যম বিবিসি লিখেছে, অভিযুক্ত পুলিশ সদস্য প্রথমে গুলি চালাবার কারণ ব্যাখ্যা দিতে গিয়ে এক কথা বলেছেন কিন্তু এখন তার আইনজীবী দিচ্ছেন ভিন্ন ব্যাখ্যা। এদিকে পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি সন্দেহভাজন মাদক পাচারকারী এবং দীর্ঘদিন ধরেই তার ওপর নজর রাখা হচ্ছিল। কিন্তু ওই তরুণের হত্যার প্রতিবাদে স্থানীয়রা মিছিল বের করেছে এবং ফরাসি প্রধানমন্ত্রী ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন। আবুবকর ফোফানাকে হত্যার অভিযোগে ফরাসি পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

গত মঙ্গলবার ঘটা গুলি চালিয়ে হত্যার ওই ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, আবুবকর ফোফানা গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। রাস্তায় পুলিশ তাকে থামায়। কিন্তু তিনি পুলিশের সঙ্গে অসহযোগিতা করেন। এসময় অভিযুক্ত পুলিশ সদস্য তার গলায় গুলি চালান, যাতে ফোফানার মৃত্যু ঘটে। ওই ঘটনার প্রতিবাদে নানতে এলাকায় দাঙ্গা সংগঠিত হয়। বিক্ষুব্ধ যুবকরা গাড়িতে অগ্নিসংযোগ করে এবং পুলিশের ওপর পেট্রোল বোমা ছোঁড়ে। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বুধবার ও বৃহস্পতিবার ধরে চলা ওই দাঙ্গায় একটি পাঠাগার, একটি বিপণি বিতান এবং একটি বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রায় ১ হাজার মানুষ বৃহস্পতিবার মিছিল বের করে এবং ‘আবু হত্যার বিচার চাই’ স্লোগান দেয়।

ঘটনার পর সংশ্লিষ্ট পুলিশ সদস্য বার্তাসংস্থা এএফপিকে বলেছিলেন, তিনি আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিলেন লক্ষ্য করে। ‘তিনি প্রথমে যা বলেছিলেন তার সঙ্গে আসল ঘটনার যে মিল নেই তা তিনি স্বীকার করেছেন’ উল্লেখ করে অভিযুক্ত পুলিশ সদস্যের আইনজীবী লরেন্ট ফ্রাঙ্ক লিয়েনার্ড জানিয়েছেন, দুর্ঘটনাবশত তার মক্কেলের বন্দুক থেকে গুলি বেরিয়ে গেছে। অভিযুক্ত পুলিশ সদস্য এখন শর্তাধীন জামিনে রয়েছেন।

বৃহস্পতিবারই ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ নানতে এলাকা পরিদর্শনে গিয়েছেন। সেখানে তিনি বিক্ষোভকারীদের দাঙ্গার সমালোচনা করেন। তবে তিনি এ কথাও বলেছেন যে আবুবকর ফোফানার হত্যার ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আবুবকর ফোফানা হত্যার প্রতিবাদে ফরাসিদের মিছিল

/এএমএ/
সম্পর্কিত
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বশেষ খবর
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
বুধবার থেকে ঢাবিতে ক্লাস ও পরীক্ষা সশরীরে
বুধবার থেকে ঢাবিতে ক্লাস ও পরীক্ষা সশরীরে
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে ১ লাখ ডলার পাবেন বাবররা!
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে ১ লাখ ডলার পাবেন বাবররা!
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?