X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোমানিয়া, পুলিশের সঙ্গে সংঘর্ষ

বিদেশ ডেস্ক
১১ আগস্ট ২০১৮, ১২:১৫আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৫:৪২

রোমানিয়ায় সরকারবিরোধী বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। হাজার হাজার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশে সংঘর্ষ হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ৩০ থেকে ৫০ হাজার বিক্ষোভকারী দেশজুড়ে এই বিক্ষোভে শামিল হয়েছেন। এদের অনেকেই বিদেশ থেকে দেশে ফিরে বিক্ষোভে যোগ দিয়েছেন।

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোমানিয়া, পুলিশের সঙ্গে সংঘর্ষ

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, রাজধানী বুখারেস্টে কয়েকজন বিক্ষোভকারী বোতল ও পাথর ছুঁড়ে মারলে টিয়ারগ্যাস, পিপার স্প্রে ও গরম পানি ছিটিয়ে জবাব দেয় পুলিশ। শতাধিক বিক্ষোভকারী ও দশ পুলিশ সদস্যের চিকিৎসার প্রয়োজন পড়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ।

বিক্ষোভকারীরা স্যোশাল ডেমোক্র্যাট (পিএসডি) দলের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ চায়। তাদের দাবি, সরকার দেশের বিচার ব্যবস্থাকে দুর্বল করে ফেলেছে, কম মজুরিতে শ্রম দিতে বাধ্য করছে আর দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে।

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোমানিয়া, পুলিশের সঙ্গে সংঘর্ষ

বিবিসি জানিয়েছে, রাজধানী বুখারেস্টে একটি সরকারি ভবনে কয়েকজন বিক্ষোভকারী ঢুকে পড়ার চেষ্টা করলে নিরাপত্তা বেস্টনিতে ঘিরে রাখে পুলিশ। বিক্ষোভকারীদের অন্য আরেকটি গ্রুপ ইউরোপীয় ইউনিয়ন ও রোমানিয়ার পতাকা উড়িয়ে, ড্রাম বাজিয়ে স্লোগান দিতে থাকে।

রোমানিয়ার পিএসডি সরকারের বিরুদ্ধে বিগত কয়েক মাস ধরেই বিক্ষোভ জোরালো হচ্ছে। গত জুলাইতে প্রেসিডেন্ট ক্লাউস লোহান্নিস দেশটির দুর্নীতিবিরোধী প্রসিকিউটর লরা কদরুটা কোভেসিকে বরখাস্ত করেন। তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতাদের ঘুষ নেওয়ার অভিযোগের তদন্ত করছিলেন। শাসক পিএসডি সরকারের কাছ থেকে তাকে বরখাস্ত করতে প্রেসিডেন্ট লোহান্নিস প্রচণ্ড চাপে ছিলেন বলে জানিয়েছে বিবিসি। গত বছর দুর্নীতির দায়ে কারারুদ্ধদের মুক্তি দিতে একটি ডিক্রি জারির পর রাজধানীতে প্রায় দেড় লাখ মানুষ তার প্রতিবাদে সমবেত হয়।

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোমানিয়া, পুলিশের সঙ্গে সংঘর্ষ

চলমান বিক্ষোভে শামিল হতে বিদেশ থেকেও রোমানিয়ার অনেক প্রবাসীও দেশে ফিরেছেন। স্পেন থেকে স্বামীর সঙ্গে এই বিক্ষোভে যোগ দেওয়া ইলিয়ানা অ্যাঞ্জেল ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা আধুনিক রাস্তা ও স্কুল দেখতে চাই। তবে এর জন্য ডানে-বামে ঘুষ দিতে চাই না।

৩০ বছর পর নিউ ইয়র্ক থেকে রোমানিয়ায় ফিরেছেন ৬০ বছর বয়সী ভ্লাদ। তিনি এএফপিকে বলেন, দুর্নীতি ও স্বজনপ্রীতিতে কেবল শাসক শ্রেণি লাভবান হয়, আর তাতেই আমার ঘৃণা হয়।

বিশ্বব্যাংকের মতে, ইউরোপের স্বল্পন্নোত দেশগুলোর একটি রোমানিয়া। দেশটির প্রায় এক চতুর্থাংশ মানুষ (প্রায় ৩০ থেকে ৫০ লাখ) দেশের বাইরে কাজ করে। প্রতিবছর তারা দেশটিতে প্রায় ৫০০ কোটি মার্কিন ডলার ফেরত পাঠায়।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণরোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া