X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

জার্মানিতে আরও দেড় হাজার সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৩আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৫
image

২০২০ সালের মধ্যে জার্মানিতে আরও  এক হাজার ৫০০ মার্কিন সেন মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। দেশটিতে বর্তমানে ৩৩ হাজার মার্কিন সেনা মোতায়েন করা রয়েছে। মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর থেকেই জার্মানিতে থাকা বিভিন্ন ঘাঁটিতে নতুন সেনা ইউনিটগুলোকে মোতায়েন করা শুরু হবে। এসবের মধ্যে রয়েছে একটি ফিল্ড আর্টিলারি ব্রিগেড হেডকোয়ার্টার, দুইটি ‘মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ব্যাটেলিয়ন’ এবং একটিও স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যাটেলিয়ন। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, নতুন করে এই সেনাবল বৃদ্ধির ঘটনায় রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়তে পারে। কারণ ইতোমধ্যেই দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন,  পূর্ব ইউরোপে থাকা ন্যাটো বাহিনীর সদস্যরা রাশিয়ার জন্য হুমকি তৈরি করছে। জার্মানিতে আরও দেড় হাজার সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ইউরোপিয়ান হেডকোয়ার্টার বলেছে, নতুন যেসব সেনা সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদেরকে জার্মানিতে স্থায়ীভাবেই পাঠানো হচ্ছে। তাদের ভাষ্য, ‘ন্যাটোর প্রতি আমাদের অব্যহত সমর্থনের প্রমাণ ও ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে আমাদের যৌথ প্রচেষ্টার স্মারক হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে ওই সংখ্যক সেনা সদস্য মোতায়েন করলে তা ইউরোপে  যেকোনও পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করবে ।’

রয়টার্স লিখেছে, যুক্তরাষ্ট্র ইউরোপে নতুন সেনা মোতায়েন করতে থাকলেও স্নায়ুযুদ্ধের সময় যে পরিমাণ সেনা মোতায়েন করা হয়েছিল রুশ হামলা ঠেকাতে, তার তুলনায় এখন ইউরোপে অনেক কম সেন আমতায়েন রয়েছে।

জার্মানিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড গ্রেনেল বলেছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্যে দিয়ে একদিকে যেমন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে থাকা প্রতিশ্রুতি পালন হবে তেমনি নিশ্চিত হবে অঞ্চলটির নিরাপত্তা।’ জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উরশুলা ভন দের লিয়েন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি নিজেও সামরিক খাতে জার্মানির বরাদ্দ বৃদ্ধির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার ভাষ্য, ‘জার্মানিতে যুক্তরাষ্ট্রের নতুন করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত ট্রান্স-আটলান্টিক সম্পর্ক ও নিরাপত্তা নিশ্চিতে ঘোষিত যৌথ প্রচেষ্টার প্রতি থাকা আমাদের প্রতিশ্রুতির জন্য শুভ লক্ষণ।’

/এএমএ/
সম্পর্কিত
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
সর্বশেষ খবর
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ