X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

মহাকাশে ক্ষেপণাস্ত্র: মার্কিন পরিকল্পনার নিন্দা রাশিয়ার

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৯, ০০:৫৬আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ০২:৫৯
image

শত্রুর ছোঁড়া ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে ও তা ধ্বংসে মহাকাশেই অস্ত্র মোতায়েনের যে পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে রাশিয়া। দেশটি মনে করে, যুক্তরাষ্ট্রের এমন অবস্থান মহাকাশে বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতা শুরু করবে। আবার দেখা যাবে স্নায়ুযুদ্ধকালীন ‘স্টার ওয়ার্সের’ মতো কর্মসূচি। আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করে রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্রের উচিত আবার বিষয়টি নিয়ে ভেবে দেখা। প্রতীকী ছবি

অবশ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্রের এই বিরোধী অবস্থান নতুন নয়। মহাকাশে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন পরিকল্পনার আগেই তাদের মধ্যে সমঝোতার ঘাটতি দেখা গিয়েছে। মস্কো মেনে চলছে না এই যুক্তিতে যুক্তরাষ্ট্র ১৯৮৭ সালে স্বাক্ষরিত ‘ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি’ থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। রাশিয়া যুক্তরাষ্ট্রের নিন্দা জানালেও, তারতার বিরুদ্ধে সমালোচনা আছে নতুন করে পারমাণবিক অস্ত্রের মজুত বৃদ্ধির পরিকল্পনা করার।

ট্রাম্প গত বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) নতুন একটি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার তথ্য প্রকাশ করেছেন। পরিকল্পনা অনুযায়ী মহাকাশে সেন্সর বসানো হবে শত্রুর উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র চিহ্নিত করার জন্য। সে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য মহাকাশেই স্থাপন করা হবে অস্ত্র। মহাকাশে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করত ইরান, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার সক্ষমতার কথা উল্লেখ করেছে মার্কিন প্রশাসন। এসব দেশের সক্ষমতার সাপেক্ষে যুক্তরাষ্ট্রের সক্ষমতা বাড়ানো দরকার বলে মনে করে তারা।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। তারা মহাকাশে অস্ত্র মোতায়েনের বিষয়ে আবারও ভেবে দেখার আহ্বান জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত। পারমাণবিক অস্ত্রের ব্যবস্থাপনার প্রকৃতি নির্ধারণে মস্কো ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে চায়।

তাদের ভাষ্য, ‘নতুন পরিকল্পনার মাধ্যমে যুক্তরাষ্ট্র কার্যত মহাকাশে ক্ষেপণাস্ত্র মোতায়েনের দ্বার উন্মুক্ত করে দিতে যাচ্ছে। যার পরিণতিতে স্বাভাবিকভাবেই মহাকাশে শুরু হবে অস্ত্র প্রতিযোগিতা। আর এটি আন্তর্জাতিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার ওপর ঋণাত্মক প্রভাব ফেলবে। আমরা মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন তারা বিষয়টি নিয়ে আবারও ভেবে দেখে এবং দায়িত্বজ্ঞানহীন পরিকল্পনাটি বাতিল করে। তাদের পরিকল্পনাটি প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের সময়কার স্টার ওয়ার্স কর্মসূচিরই অত্যাধুনিক রূপ।’

/এএমএ/
সম্পর্কিত
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় ব্যাপক বিমান হামলা রাশিয়ার
সর্বশেষ খবর
এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
শ্রম অধিকার ও বাংলাদেশ-মার্কিন সম্পর্কের গতিশীলতা
শ্রম অধিকার ও বাংলাদেশ-মার্কিন সম্পর্কের গতিশীলতা
হ্যান্ডব্রেক ছাড়াই চলে রাজধানীর বাস, পায়ের ব্রেকেও নেই জোর
হ্যান্ডব্রেক ছাড়াই চলে রাজধানীর বাস, পায়ের ব্রেকেও নেই জোর
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা