X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রুশ আগ্রাসন ঠেকাতে পূর্ব ইউরোপে সামরিক শক্তি বাড়াচ্ছে ন্যাটো

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০২২, ২০:০১আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ২০:৪৪

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান উত্তেজনার মধ্যেই রুশ আগ্রাসন ঠেকাতে পূর্ব ইউরোপে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছে ন্যাটো। সোমবার ন্যাটো মহাসচিব জিন্স স্টোলটেনবার্গ এ ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

পূর্ব ইউরোপে সামরিক শক্তি বাড়ানোর অংশ হিসেবে এরইমধ্যে অঞ্চলটিতে সামরিক বহর, যুদ্ধজাহাজ ও বোমারু বিমান পাঠিয়েছে ন্যাটো। সংস্থার মহাসচিব জিন্স স্টোলটেনবার্গ এক বিবৃতিতে সামরিক বাহিনী ও যুদ্ধযান পাঠানো দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সব মিত্রকে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষপ গ্রহণ অব্যাহত রাখার দৃঢ় আশাবাদের কথাও জানিয়েছেন তিনি।

এদিকে রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ চালায় তাহলে দেশটির ওপর অভাবনীয় নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সোমবার ডেনমার্ক জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এমন নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত রয়েছে, যা রাশিয়া আগে কখনও দেখেনি। ইইউ জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলছেন, তারা ঐক্যবদ্ধভাবে মস্কোকে একটি সতর্ক বার্তা পাঠাবেন।

রাশিয়া ইউক্রেনের সীমান্তের কাছে সেনা মোতায়েনের পর থেকেই উত্তেজনা বেড়েছে। পশ্চিমা দুনিয়ার আশঙ্কা, ইউক্রেন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে মস্কো। তবে রাশিয়া বরাবরই এ ধরনের পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে।

ব্রাসেলসে নিয়মিত আলোচনার জন্য জড়ো হওয়া ইউরোপীয় মন্ত্রীদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিলিয়াস ল্যান্ডসবার্গিস। তিনি বলেন, ‘রাশিয়ার কৌশল অনুযায়ী আমি নিশ্চিত যে তাদের লক্ষ্যগুলোর মধ্যে একটি হলো পশ্চিমকে বিভক্ত করা। এটি এমন একটি বিজয় যা আমরা রাশিয়ানদের দিতে পারি না।’

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জেপ্পে কফোড সাংবাদিকদের বলেছেন, ‘রাশিয়া যদি আবার ইউক্রেন আক্রমণ করে তাহলে আমরা ব্যাপক, আগে কখনও দেখা যায়নি এমন নিষেধাজ্ঞা আরোপ করে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছি। এতে কোনও সন্দেহ নেই।’

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা