X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘অপমানের শোধ’ নিতে ৩০ বছর পর শিক্ষককে খুন

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০২২, ১৫:৩০আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৫:৩০

শিক্ষক হত্যার দায় স্বীকার করে নিয়েছেন বেলজিয়ামে এক ব্যক্তি। বৃহস্পতিবার দেশটির প্রসিকিউটররা জানিয়েছেন, ৩৭ বছরের ওই ব্যক্তির দাবি তিন দশক আগে প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় ওই শিক্ষক তাকে অপমান করেছিলেন। আর তারই শোধ নিতে ২০২০ সালে ছুরিকাঘাতে সেই শিক্ষককে খুন করা হয়।

গান্টার ইউয়েন্টস নামের ওই ব্যক্তি তদন্তকারীদের বলেছে, ১৯৯০ এর দশকে ক্লাসে তাকে নিয়ে ওই শিক্ষক যে মন্তব্য করেছিলেন তা তিার পক্ষে ভুলে যাওয়া সম্ভব হয়নি। ওই সময়ে সাত বছর বয়সে ক্লাসে যাওয়া শুরু করে ওই ব্যক্তি।

২০২০ সালে হেরেনটালস এলাকার নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হয়েছিলেন ৫৯ বছর বয়সী ভারলিনডেন। পুলিশি তদন্ত এবং শত শত মানুষের ডিএনএ পরীক্ষার পরও ওই খুনের কিনারা করতে পারেনি তদন্তকারীরা। ভারলিনডেনের স্বামী কেউ ঘটনা দেখে থাকলে তা প্রকাশের আহ্বান জানান। তাতেও সাড়া মেলেনি।

নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যার পর তার মরদেহ যেখানে ফেলে রাখা হয় তার পাশেই তার ব্যাগে থাকা অর্থ পাওয়া যায়। এর ফলে তদন্তকারীরা নিশ্চিত ছিলেন তিনি কোনও সহিংস ডাকাতির ঘটনার শিকার হননি।

২০২০ সালের ২০ নভেম্বর হত্যাকাণ্ড ঘটানোর ১৬ মাস পর গান্টার ইউয়েন্টস এক বন্ধুর কাছে ওই শিক্ষককে খুনের কথা স্বীকার করে। ওই বন্ধু পুলিশে খবর দেয় বলে জানিয়েছেন প্রসিকিউটররা। গত রবিবার তাকে গ্রেফতার করা হয়। তার ডিএনএ নমুনা সংগ্রহ করে ঘটনাস্থলে পাওয়া প্রমাণের সঙ্গে মিলিয়ে দেখা হবে।

স্থানীয় প্রসিকিউটররা জানিয়েছেন, গান্টার ইউয়েন্টস খুনের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন, যা স্বীকারোক্তি বলে ধরে নেওয়া যায়। ইউয়েন্টস এর দাবি শিক্ষকের কারণে প্রাইমারি স্কুলে দুর্বিষহ সময় পার করতে হয়েছে তাকে। এক প্রসিকিউটর বলেন, ‘ওই ব্যক্তির বক্তব্য তদন্তের সঙ্গে মিলছে কিনা তা যাচাই করা হবে’। মঙ্গলবার গান্টার ইউয়েন্টসকে আদালতে হাজির করা হলে খুনের অভিযোগে তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়।

এদিকে বেলজিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গান্টার ইউয়েন্টস একজন নিবেদিত খিস্টান। গৃহহীনদের সহায়তার জন্য পরিচিত রয়েছে তার।

সূত্র: এএফপি

/জেজে/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা