X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

৪৫ রুশ কূটনীতিক গুপ্তচর হিসেবে চিহ্নিত হয়েছে: পোল্যান্ড

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০২২, ১৮:৫৫আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৮:৫৫

রাশিয়ার ৪৫ জন কুটনীতিককে সন্দেহভাজন গুপ্তচর হিসেবে শনাক্ত করেছে পোল্যান্ডের গুপ্তচর প্রতিরোধ সংস্থা এবিডব্লিউ। সংস্থাটির মুখপাত্র এসব কূটনীতিককে বহিষ্কার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার এবিডব্লিউ এর মুখপাত্র স্ট্যানিসলা জারিয়ান সাংবাদিকদের জানান সন্দেহভাজনদের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, ‘অভ্যন্তরীন গোয়েন্দা সংস্থা ৪৫ ব্যক্তিকে শনাক্ত করেছে-রাশিয়ার গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং তাদের সহযোগী এসব ব্যক্তির পোল্যান্ডে কূটনৈতিক মর্যাদা রয়েছে।’

স্ট্যানিসলা জারিয়ান বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তালিকা হস্তান্তর করা হয়েছে, এর মধ্যে রয়েছে রাশিয়ান ফেডারেশনের স্পেশাল সার্ভিসের কর্মকর্তা এবং তাদের সহযোগিতা দেওয়া ব্যক্তিরা রয়েছেন... এসব ব্যক্তি পোল্যান্ড এবং আমাদের মিত্রদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে।’

জারিয়ান আরও জানান, রাশিয়ার গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে এক পোলিশ নাগরিককে আটক করেছে এবিডব্লিউ। তিনি জানান, ওই ব্যক্তি ওয়ারসো’র রেজিস্ট্রি দফতরের আর্কাইভে কাজ করেন। তিনি বলেন, ‘সন্দেহভাজন ব্যক্তির কার্যক্রম পোল্যান্ডের অভ্যন্তরীন এবং বৈদেশিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে।’

পোলিশ সরকারের এক মুখপাত্র জানান ওয়ারসোতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বৈঠকের পরই পরবর্তী পদক্ষেপ নিয়ে ঘোষণা দেওয়া হবে।

পোল্যান্ডে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত বৈঠকের পর বলেছেন, যে অভিযোগ তোলা হয়েছে তার কোনও ভিত্তি নেই কিন্তু নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার পোল্যান্ডের রয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পোল্যান্ড থেকে কূটনীতিকদের বহিষ্কার করা হলে পাল্টা পদক্ষেপ নেবে মস্কো।

সূত্র: আল জাজিরা

/জেজে/
সম্পর্কিত
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন