X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডকে নেওয়ার বিরোধিতার ব্যাখ্যা দিলেন এরদোয়ান

বিদেশ ডেস্ক
৩১ মে ২০২২, ১৯:৪২আপডেট : ৩১ মে ২০২২, ১৯:৫৩

কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) কার্যক্রমের সমর্থনের অভিযোগে সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করছে তুরস্ক। প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান জানিয়েছেন, উভয় দেশের এসব পদক্ষেপ তুরস্কের নিরাপত্তা ঝুঁকির কারণ হতে পারে। দ্য ইকোনোমিস্টে লেখা এক নিবন্ধে এসব দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট।

৩৮ বছর ধরে তুরস্কের বিরুদ্ধে লড়াই করছে পিকেকে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এই গ্রুপটিকে সন্ত্রাসী গ্রুপ বিবেচনা করে থাকে। ইইউ জোটভুক্ত হওয়ায় ফিনল্যান্ড ও সুইডেনের কাছেও পিকেকে সন্ত্রাসী গ্রুপ। তবে গ্রুপটির সিরীয় শাখা পিপলস প্রটেকশন ইউনিটের (ওয়াইপিজি) প্রতি পশ্চিমাদের মনোভাবের কারণে আঙ্কারা ও ন্যাটো সদস্যদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ওয়াইপিজি।

ইকোনোমিস্টে লেখা নিবন্ধে এরদোয়ান বলেন, ‘তুরস্ক মনে করে সুইডেন এবং ফিনল্যান্ডের অন্তর্ভুক্তি তার নিজের নিরাপত্তা এবং ন্যাটো জোটের ভবিষ্যতের জন্য ঝুঁকির কারণ হবে।’

ন্যাটোর পারস্পারিক প্রতিরক্ষা নীতির প্রতি ইঙ্গিত করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘পিকেকে-এর নিয়োগ, তহবিল সংগ্রহ এবং প্রচারমূলক কর্মকাণ্ড রোধ করার জন্য আর্টিকেল পাঁচ এর অধীনে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী তাদের প্রতিরক্ষায় আসবে এমন দেশগুলো বেছে নেওয়ার অধিকার আমাদের রয়েছে।’

ন্যাটো সদস্য হতে হলে নরডিক দেশ দুইটিকে সব সদস্য রাষ্ট্রের সমর্থন পেতে হবে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো জোটে যুক্ত হওয়ার আগ্রহ বেড়েছে। তুরস্ক জানিয়েছে, নরডিক দেশ দুইটি পদক্ষেপ নেওয়ার আগে তারা এই পদক্ষেপ সমর্থন করবে না। তবে ন্যাটো নেতারা জুনের শেষ দিকে স্পেনে অনুষ্ঠিত হতে যাওয়া জোটের সম্মেলনের দিকে তাকিয়ে আছেন।

এরদোয়ান সুইডেন ও ফিনল্যান্ডকে আঙ্কারার কাছে সন্ত্রাসী কার্যক্রমে সন্দেহভাজন ব্যক্তিদের তুরস্কের হাতে তুলে দেওয়ার এবং ‘ন্যাটো সদস্যদের সন্ত্রাসবিরোধী অভিযানে’ সমর্থনের আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি আরও বলেন, অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা ‘সামরিক অংশীদারিত্বের চেতনার সাথে বেমানান’।

উল্লেখ্য, ২০১৯ সালে উত্তর-পূর্ব সিরিয়ায় সামরিক অভিযানের জেরে তুরস্কের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করে সুইডেন ও ফিনল্যান্ড। ওই অভিযানের লক্ষ্য ছিল ওই এলাকা ওয়াইপিজি মুক্ত করা। সম্প্রতি এরদোয়ান গ্রুপটির বিরুদ্ধে আরও এরকম অভিযান চালানোর ইঙ্গিত দিয়ে আসছেন।

প্রেসিডেন্ট এরদোয়ান ১৯৫২ সালে যোগদানের পর থেকে ‘ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সামরিক জোটে’ তুরস্কের ভূমিকা পুনর্ব্যক্ত করেন এবং অন্যান্য ন্যাটো সদস্যদের সুইডেন ও ফিনল্যান্ডকে তাদের অবস্থান পরিবর্তন করতে রাজি করানোর আহ্বান জানান।

এরদোয়ান বলেন, ‘যেখানে সুইডেন ও ফিনল্যান্ড অন্য দেশের জাতীয় নিরাপত্তা উদ্বেগ এবং বিবেচনার উপর দাঁড়িয়েছে, যার সঙ্গে তারা মিত্র হতে চায়, তুরস্ক কতটা সেই রাষ্ট্রগুলোর সঙ্গে মিত্র হতে চায় তা নির্ধারণ করবে।’

সূত্র: এপি

 

/জেজে/
সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়