X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইউক্রেনের খাদ্যশস্য রফতানির চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর ২০২২, ২২:১৯আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ২২:১৯

জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণ সাগরের বন্দর থেকে ইউক্রেনীয় খাদ্যশস্য রফতানির চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করার ঘোষণা দিয়েছে রাশিয়া। শনিবার ক্রিমিয়ায় কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ড্রোন হামলার পর এই ঘোষণা দিলো রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিশ্বের খাদ্য সরবরাহ সহজ করার উদ্দেশে তিন মাসের জন্য এই চুক্তি স্বাক্ষর হয়েছিল। ফলে সংকটে থাকা বিশ্বের খাদ্যশস্য সরবরাহ নিশ্চিতের জন্য এটি একটি বড় ধরনের আঘাত বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

শনিবার রাশিয়া দাবি করেছে, ইউক্রেনীয় সেনারা ড্রোনের সহযোগিতায় ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্তোপোলে কৃষ্ণ সাগরে অবস্থিত রুশ নৌবহরে হামলা চালিয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটিশ বিশেষজ্ঞদের অংশগ্রহণে কৃষ্ণ সাগরের নৌবহরে কিয়েভের শাসকদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় ইউক্রেনীয় বন্দর থেকে কৃষিপণ্য রফতানির চুক্তিথেকে অংশগ্রহণ স্থগিত করছে রাশিয়া।

রুশ মন্ত্রণালয় আরও দাবি করেছে, এই হামলায় খাদ্যশস্য করিডোরের নিরাপত্তায় নিয়োজিত বেসামরিক নৌযানও ইউক্রেনীয় ড্রোন হামলার লক্ষ্যবস্তু ছিল।

এর আগে শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল, ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। রাশিয়ার একটি মাইন অপসারণকারীর অল্প ক্ষতি হয়েছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রিই ইয়েরমাক রাশিয়ার বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইল’ করার অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন, রাশিয়া নিজেই এই হামলার উদ্ভাবক।

পৃথক অগ্রগতিতে রাশিয়ার কৃষিমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ বলেছেন, আগামী চার মাস বিনামূল্যে ৫ লাখ টন খাদ্যশস্য দরিদ্র দেশগুলোকে সরবরাহে প্রস্তুত ছিল।

জুলাই মাসে জাতিসংঘের মধ্যস্থতা ও তুরস্কের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেন কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য রফতানির চুক্তি করেছিল। এর আওতায় কয়েক লাখ টন ময়দা, গমসহ বিভিন্ন পণ্য রফতানি হয়েছে। চুক্তির অধীনে কৃষ্ণ সাগর দিয়ে রাশিয়াও নিজেদের খাদ্যশস্য ও সার রফতানি করার সুযোগ পেয়েছিল। ১২০ দিন এই চুক্তি কার্যকর থাকার কথা ছিল।

/এএ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!