X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

জনপ্রিয় ৯এমএম পিস্তলের উদ্ভাবক মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৩, ১৩:৫১আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৩:৫১

জনপ্রিয় ৯এমএম পিস্তলের উদ্ভাবক অস্ট্রিয়ান প্রকৌশলী গ্যাস্টন গ্লক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গ্যাস্টনের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে গ্লক কোম্পানি এক বিবৃতিতে বলেছে, এই কোম্পানি তার চেতনায় চলবে। গ্যাস্টনের আবিষ্কার করা এই হ্যান্ডগান পৃথিবী জুড়েই জনপ্রিয়। সশস্ত্র বাহিনী থেকে শুরু করে নিরাপত্তাকর্মীসহ সন্ত্রাসীরাও এই অস্ত্রটি ব্যবহার করে থাকে।

আমেরিকান পপ সংস্কৃতি ও হলিউড ব্লকবাস্টার সিনেমায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গ্লক হ্যান্ডগান। শুধু তাই না বিভিন্ন বৈজ্ঞানিক-কল্পকাহিনী ও অ্যাকশন সিনেমায়ও জনপ্রিয় হয়েছে গ্যাস্টনের আবিষ্কার করা ৯এমএম পিস্তল।

গ্যাস্টন গ্লকের এই অস্ত্র আবিষ্কারের জনপ্রিয়তাই যে শুধু ছিল তা না। বিলিওনিয়ার হিসাবেও বেশ পরিচিত ছিলেন তিনি। এতো খ্যাতি-পরিচিতি থাকা সত্ত্বেও জীবনের বেশিরভাগ সময় অস্ট্রিয়ায় তার লেকফ্রন্ট বাড়িতেই কাটিয়েছেন।

গ্যাস্টন গ্লক জনপ্রিয় হয়েও তেমন খবরে পাতায় থাকতেন না। তিনি আড়ালে থাকতেই পছন্দ করতেন। তবে খবরের কাগজে একেবারেই যে আসেননি তা না। ২০১২ সালে তার ব্যবসা সম্পর্কে বই প্রকাশ হলে তিনি সবার সামনে আসেন। আবার ২০১১ সালে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে তার নাম খবরের কাগজে উঠে আসে। তাছাড়া ১৯৯০ দশকের শেষদিকে তাকে হত্যাচেষ্টা করায় খবরের শিরোনাম হয়েছিলেন তিনি।

১৯২৯ সালে গ্যাস্টন গ্লক জন্মগ্রহণ করেন। ভিয়েনার একটি কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। পরে অস্ট্রিয়ার রাজধানীর বাইরে ভোগ্যপণ্যের ব্যবসা শুরু করেন গ্যাস্টন।

১৯৮০-র দশকের গোড়ার দিকে তার ভোগ্যপণ্যের ব্যবসায় সামরিক সরঞ্জাম সরবরাহের শাখা খুলেন। সেসময় কিছু পিস্তলের আপডেট ভার্সন চায় অস্ট্রিয়ান সেনাবাহিনী।

আর তখনই হালকা ওজনের ৯ মিলিমিটার সেমিঅটোমেটিক হ্যান্ডগান ডিজাইন ও পেটেন্ট করেন। যা ১৮ রাউন্ড ফায়ার করতে পারে। তাছাড়া এটি সহজেই পুনরায় লোড করা যায়।

/এসএইচএম/
সম্পর্কিত
গাজায় ত্রাণ লুটের দায়ে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করলো হামাস
গাজা ‘দখলের’ পরিকল্পনা ইসরায়েলের
৬৩ বছর আগে নিরুদ্দেশ হয়েছিলেন, অবশেষে মিললো সন্ধান
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান গ্রেফতার
বিমানবন্দরের চারদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান
খালেদা জিয়া অবতরণ করবেন সকাল সাড়ে ১০টায়বিমানবন্দরের চারদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান
খাদ্যগুদামে চাল সরবরাহ না করায় রাজশাহী বিভাগে ৬১টি চালকলের লাইসেন্স বাতিল
খাদ্যগুদামে চাল সরবরাহ না করায় রাজশাহী বিভাগে ৬১টি চালকলের লাইসেন্স বাতিল
কক্সবাজারে নতুন আসা এক লাখ ১৮ হাজার রোহিঙ্গার নিবন্ধন, ক্যাম্পে জায়গা নেই
কক্সবাজারে নতুন আসা এক লাখ ১৮ হাজার রোহিঙ্গার নিবন্ধন, ক্যাম্পে জায়গা নেই
সর্বাধিক পঠিত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর