X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

আঙ্কারায় ইউক্রেন নিয়ে আলোচনা করবেন এরদোয়ান-পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২৬

আঙ্কারা সফরে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে ইউক্রেনে যুদ্ধ, কৃষ্ণ সাগরীয় শস্য চুক্তি এবং গ্যাস হাব স্থাপন নিয়ে আলোচনা করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এসব তথ্য জানিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পুতিনের সফরের নির্দিষ্ট তারিখ জানাননি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলার পর এটিই হবে তার প্রথম কোনও ন্যাটো দেশ সফর। তুরস্কের এক কর্মকর্তা বলেছেন, পুতিন ১২ ফেব্রুয়ারি তুরস্ক সফর করতে পারেন।

কৃষ্ণ সাগরীয় শস্য চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য মধ্যস্থতা করে যাচ্ছে আঙ্কারা। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় এই চুক্তির আওতায় যুদ্ধকালে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় শস্য রফতানির জন্য একটি নিরাপদ করিডোর গড়ে তোলা হয়েছিল। ২০২৩ সালের জুলাই মাসে রাশিয়া চুক্তি থেকে বেরিয়ে যায়।

মাল্টার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চুক্তি পুনরুজ্জীবিত করতে ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে কাজ করছে তুরস্ক।

তিনি বলেছেন, জ্বালানি নীতির ভিন্নতা থেকে শুরু করে সিরিয়া, লিবিয়া ও দক্ষিণ ককেশাস অঞ্চলের সংঘাতসহ বিভিন্ন ইস্যুতে মস্কোর সঙ্গে চলমান, নিয়মিত সংলাপকে গুরুত্ব দেয় আঙ্কারা।

হাকান ফিদান বলেন, আমরা সব সময় ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার পক্ষে দাঁড়িয়েছি এবং তা অব্যাহত থাকবে। কিন্তু যুদ্ধের ধ্বংসাত্মক প্রভাব যেকোনও উপায়ে বন্ধও করতে হবে। 

কৃষ্ণ সাগরে ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে সীমানা রয়েছে তুরস্কের। যুদ্ধকালেও উভয় দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করে যাচ্ছে আঙ্কারা। ইউক্রেনকে সামরিক সহযোগিতা দিয়েছে এবং দেশটির আঞ্চলিক অখণ্ডতার পক্ষে সোচ্চার হয়েছে। তবে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার সমালোচনা করেছে তারা।

মঙ্গলবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আসন্ন তুরস্ক সফরে পুতিন গ্যাস হাব নিয়ে আলোচনা করবেন।   

/এএ/
সম্পর্কিত
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রে ৩০০ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী আটক
গাজাগামী জর্ডানের ত্রাণবহরে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!