X
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১

ধৈর্য হারা ট্রাম্পের অপেক্ষায় ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৫, ২১:৩৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ২১:৩৫

ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে ভিন্ন ভিন্ন ধারণা বিরাজ করছে। ইউক্রেনের কিয়েভ প্রশাসনের ধারণা, ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনও শান্তি চুক্তি করতে পারবেন না। বরং তারা আশা করছেন, পুতিনের জেদি মনোভাব দেখে ট্রাম্পের ধৈর্য শেষ হয়ে যাবে এবং তিনি ইউক্রেনকে সরাসরি সমর্থন দেবেন। অন্যদিকে, ট্রাম্প মনে করছেন, অর্থনৈতিক যুদ্ধের হুমকি দিয়ে পুতিনকে শান্তি চুক্তিতে বাধ্য করা সম্ভব।

এই দুই ধারণার মধ্যে কোনটি সঠিক হবে, তা ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণ করবে। পাশাপাশি, এটি ট্রাম্পের ‘গ্রেট ডিলমেকার’ হওয়ার দাবিকেও পরীক্ষার মুখে ফেলবে। তবে উভয় পক্ষই ভুল প্রমাণিত হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এ খবর জানিয়েছে।

ইউক্রেনের জন্য ট্রাম্পের ভূমিকা আশা ও আশঙ্কার মধ্যে দোলাচলে রয়েছে। ট্রাম্প যদি পুতিনের সঙ্গে শান্তি চুক্তি করতে ব্যর্থ হন, তাহলে ইউক্রেনের জন্য মার্কিন সমর্থন বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে পুতিন যদি ট্রাম্পকে ম্যানিপুলেট করতে সক্ষম হন, তাহলে ইউক্রেনের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

ইউক্রেনের ভাগ্য এখন ট্রাম্প ও পুতিনের কূটনৈতিক খেলার ওপর নির্ভর করছে। এই খেলার ফলাফল শুধু ইউক্রেনের জন্যই নয়, গোটা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ।

ট্রাম্পের কৌশল: অর্থনৈতিক যুদ্ধের হুমকি

গত সপ্তাহে ট্রাম্প পুতিনকে লক্ষ্য করে একটি বার্তা দেন, যেখানে তিনি অর্থনৈতিক যুদ্ধের হুমকি দেন। তিনি বলেন, ‘আমরা এটি সহজ উপায়ে বা কঠিন উপায়ে করতে পারি—এবং সহজ উপায়টি সবসময় ভালো।’ ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, পুতিন যদি যুদ্ধ বন্ধে আলোচনায় রাজি না হন, তাহলে তিনি রাশিয়ার ওপর আরও শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করবেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই হুমকি পুনর্ব্যক্ত করেছেন।

প্রাথমিকভাবে রাশিয়ার কিছু কর্মকর্তা ট্রাম্পের এই হুমকিকে পাত্তা না দিলেও কয়েক ঘণ্টার মধ্যে পুতিনের বক্তব্যে পরিবর্তন আসে। পুতিন ট্রাম্পের প্রশংসা করে বলেন, তিনি আলোচনার জন্য প্রস্তুত এবং তাদের সম্পর্ক ‘ব্যবসায়িক, বাস্তবসম্মত ও বিশ্বাসযোগ্য’। পুতিন আরও বলেন, ২০২২ সালে যদি ট্রাম্প হোয়াইট হাউজে থাকতেন, তাহলে এই যুদ্ধ হতো না।

ইউক্রেনের কৌশল: ট্রাম্পের ধৈর্য পরীক্ষা

ইউক্রেনীয় কর্মকর্তারা মনে করছেন, পুতিন ইউক্রেনের আত্মসমর্পণ ছাড়া কোনও শর্তে রাজি হবেন না, যা ট্রাম্পের মতো একজন ডিলমেকার মেনে নেবেন না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি একটি টেলিভিশন ভাষণে পুতিনের কূটকৌশলের আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, পুতিন ট্রাম্পকে মিষ্টি কথায় প্রলুব্ধ করে সময়ক্ষেপণ করতে পারেন এবং তাকে ‘ম্যানিপুলেট’ করতে পারেন।

ইউক্রেনের কৌশল হলো, ট্রাম্প যেন পুতিনের দ্বিচারিতা দেখে ধৈর্য হারান। তবে ট্রাম্পের প্রশাসনের ধারণা, অর্থনৈতিক কারণে পুতিন আলোচনায় বসতে প্রস্তুত, তা সন্দেহজনক। রাশিয়ার অর্থনীতি সংকটে থাকলেও পুতিনের আলোচনায় আগ্রহী হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।

রাশিয়ার অবস্থান: যুদ্ধ থামানোর কোনও ইচ্ছা নেই

বিশ্লেষকদের মতে, পুতিনের এখন যুদ্ধ থামানোর কোনও কারণ নেই। যুদ্ধ রাশিয়ার সমাজ, অর্থনীতি ও পররাষ্ট্রনীতিকে পশ্চিমের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত করেছে। যুদ্ধ রাশিয়ার দরিদ্র অঞ্চলগুলোতে সম্পদ পুনর্বন্টনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এবং প্রতিরক্ষা খাতে বিনিয়োগকারী অর্থনৈতিক অভিজাতরা লাভবান হচ্ছেন।

ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির গবেষণা শাখা ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের মাইকোলা বিলিয়েসকভ বলেছেন, ‘পুতিনের আলোচনায় আগ্রহী হওয়ার খুব কম লক্ষণই দেখা যাচ্ছে।’ তিনি মনে করেন, রাশিয়া যুদ্ধে ধারাবাহিক অগ্রগতি অর্জন করছে এবং আগামী বছরগুলিতে আরও বড় সাফল্য পেতে পারে।

ট্রাম্পের ভূমিকা: ইউক্রেনের জন্য আশা ও আশঙ্কা

ট্রাম্পের বিশেষ দূত রিটায়ার্ড জেনারেল কেইথ কেলোগের পরামর্শে ইউক্রেনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে। গত ডিসেম্বরে কেলোগ, ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং জেলেনস্কির প্রধান কর্মকর্তা আন্দ্রেই ইয়ারমাকের মধ্যে একটি বৈঠক হয়। এই বৈঠক সফলভাবে শেষ হয়েছে বলে জানা গেছে।

একজন শীর্ষস্থানীয় রিপাবলিকান লবিস্ট বলেছেন, ‘ট্রাম্পকে নিজেই বুঝতে হবে যে পুতিন কোনও ছাড় দিতে রাজি নন। ইউক্রেনকে এই প্রক্রিয়ায় গঠনমূলক ভূমিকা রাখতে হবে। ট্রাম্প ও তার সহকারীদের রাশিয়ানদের সঙ্গে সরাসরি অভিজ্ঞতা অর্জন করতে হবে।’

 

/এএ/
সম্পর্কিত
শিক্ষা বিভাগ বন্ধে নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন ট্রাম্প
কৃষ্ণ সাগরে নৌপরিবহন নিয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্রের বৈঠক সোমবার
ইউক্রেনের জন্য শান্তিরক্ষা বাহিনী গঠনের পরিকল্পনায় যুক্তরাজ্যে বৈঠক
সর্বশেষ খবর
এমবাপ্পের ফেরার ম্যাচে ক্রোয়েশিয়ার জয় দেখলো ফ্রান্স
এমবাপ্পের ফেরার ম্যাচে ক্রোয়েশিয়ার জয় দেখলো ফ্রান্স
পিছিয়ে পড়েও ইতালিকে হারালো জার্মানি
পিছিয়ে পড়েও ইতালিকে হারালো জার্মানি
পর্তুগালকে হারালো ডেনমার্ক, রোনালদোর সামনেই তার গোল উদযাপন হয়লুন্দের
পর্তুগালকে হারালো ডেনমার্ক, রোনালদোর সামনেই তার গোল উদযাপন হয়লুন্দের
আপাতত দেশে ফিরছেন না তারেক রহমান
আপাতত দেশে ফিরছেন না তারেক রহমান
সর্বাধিক পঠিত
ঈদের ছুটি আরও দুই দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ
ঈদের ছুটি আরও দুই দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ কর্মকর্তা
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ কর্মকর্তা
আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, নির্বাচনের তারিখ পেছাবে না: প্রধান উপদেষ্টা
আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, নির্বাচনের তারিখ পেছাবে না: প্রধান উপদেষ্টা
উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত
উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত
ইবনে সিনা হাসপাতালের বিলবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’
ইবনে সিনা হাসপাতালের বিলবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’