X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

ইউক্রেন নিয়ে জরুরি সম্মেলন আহ্বান ম্যাক্রোঁর

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৫

ইউক্রেন যুদ্ধ নিয়ে জরুরি শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার এই সম্মেলনে ব্রিটেনের প্রধানমন্ত্রীসহ ইউরোপের নেতারা অংশ নেবেন। মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে, ইউক্রেন যুদ্ধ সমাপ্তির আলোচনায় ইউরোপের কোনও ভূমিকা থাকবে না। এরপর এই সম্মেলনের আয়োজন করা হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় রবিবার জানিয়েছে, ম্যাক্রোঁ এই পরামর্শমূলক আলোচনা আহ্বান করেছেন। এতে ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের নাটকীয় পরিবর্তন এবং ইউরোপীয় মহাদেশের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট ঝুঁকি নিয়ে আলোচনা করা হবে।

এই শীর্ষ সম্মেলনে অংশ নেবেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক, ন্যাটো মহাসচিব মার্ক রুটে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ইউরোপীয় ইউনিয়নের উরসুলা ফন ডার লেয়েন ও অ্যান্টোনিও কোস্টা।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো ও ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের হতবাক করে ঘোষণা দেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন এবং শান্তি প্রক্রিয়া শুরু করবেন।

শনিবার ট্রাম্পের ইউক্রেন দূত কিথ কেলগ ইউরোপকে আরও হতবাক করে দেন যখন তিনি বলেন যে, ইউক্রেন নিয়ে শান্তি আলোচনায় ইউরোপের কোনও আসন থাকবে না। এমনকি ওয়াশিংটন ইউরোপীয় রাজধানীগুলোর কাছে একটি প্রশ্নাবলী পাঠিয়েছে যে, তারা কিয়েভের নিরাপত্তা নিশ্চিত করতে কী অবদান রাখতে পারে।

রয়টার্সের দেখা একটি নথি অনুসারে, যুক্তরাষ্ট্র ন্যাটোর ইউরোপীয় মিত্রদের জিজ্ঞাসা করেছে যে, ইউক্রেন নিরাপত্তা ব্যবস্থায় অংশ নেওয়ার জন্য তাদের ওয়াশিংটনের কাছ থেকে কী প্রয়োজন।

অতীতে একাধিক শীর্ষ সম্মেলনে ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়নের বিভক্তি উঠে এসেছে। ইউক্রেন যুদ্ধ অবসানে একটি সুসংহত পরিকল্পনা নিয়ে আসতে হিমশিম খাচ্ছে তারা।

ইইউ কর্মকর্তারা বলেছেন, সম্মেলনটি শুধু নির্বাচিত নেতাদের জন্য এবং পূর্ণ ইইউ শীর্ষ সম্মেলন নয়।  এটি নিয়ে কিছু দেশ অসন্তুষ্ট।

 

/এএ/
সম্পর্কিত
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারত-পাকিস্তান সংঘাতে আতঙ্কসীমান্ত এলাকায় খাদ্য মজুত ও নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান সংঘাত: বিএসএফের হাতে ৯ বাংলাদেশি আটক
ভারত-পাকিস্তান সংঘাত: বিএসএফের হাতে ৯ বাংলাদেশি আটক
যমুনার আশপাশে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছিল কিনা, প্রশ্ন রাশেদ খাঁনের
যমুনার আশপাশে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছিল কিনা, প্রশ্ন রাশেদ খাঁনের
দেবর-ভাবির অনৈতিক সম্পর্কের অভিযোগে সা‌লি‌শে নারীর চুল কাট‌লেন ‘‌বিচারকরা’
দেবর-ভাবির অনৈতিক সম্পর্কের অভিযোগে সা‌লি‌শে নারীর চুল কাট‌লেন ‘‌বিচারকরা’
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
সর্বাধিক পঠিত
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ