X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ফ্রান্সে একাধিক কারাগারে হামলা, যানবাহনে অগ্নিসংযোগ ও গুলিবর্ষণ 

আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫, ২২:২৭আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ২২:২৭

ফ্রান্সের একাধিক কারাগারের বাইরে যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে এবং একটি কারাগারে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করা হয়েছে। রাতের এই সুনির্দিষ্ট আক্রমণকে সরকার মাদক পাচারবিরোধী অভিযানের প্রতিশোধ বলে মনে করছে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

আইনমন্ত্রী জেরাল্ড দারমানিন একে ‘ভীতি প্রদর্শনের চেষ্টা’ বলে উল্লেখ করেছেন। প্যারিসিয়েন পত্রিকার তথ্য অনুযায়ী, দক্ষিণ ফ্রান্সের তুলোঁ, এক্স-অঁ-প্রোভঁস, মার্সেই, ভালঁস ও নিম এবং প্যারিসের কাছে ভিলেপাঁত ও নঁতের—সর্বমোট সাতটি কারাগার লক্ষ্যবস্তু হয়েছিল। 

ফ্রান্সের জাতীয় সন্ত্রাসবিরোধী প্রসিকিউটরের অফিস এই ঘটনাগুলো তদন্ত করছে। এক্স পোস্টে দারমানিন জানান, তিনি তুলোঁ কারাগারে আক্রান্ত কর্মকর্তাদের সহায়তায় যাচ্ছেন, যেখানে গুলিবর্ষণ করা হয়েছিল। 

তিনি সরাসরি কাউকে দায়ী না করলেও বলেন, সরকার মাদক পাচারের সমস্যার মুখোমুখি হয়েছে এবং এমন ব্যবস্থা নিচ্ছে যা অপরাধী নেটওয়ার্কগুলোর কার্যক্রম গভীরভাবে ব্যাহত করবে। 

স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতায়ো এক্সে লিখেছেন, সরকারের প্রতিক্রিয়া হতে হবে নির্মম। তিনি কারাগার ও কর্মকর্তাদের ওপর আক্রমণকারীদের সেই কারাগারে বন্দি এবং সেই কর্মকর্তাদের তত্ত্বাবধানে রাখার দাবি জানান। 

কারাগার কর্মীদের ইউনিয়ন এফও জাস্টিস রাতের গুরুতর এই হামলার পর গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। ইউনিয়ন এক্সে পোস্ট করা ছবিতে কারাগারের পার্কিংয়ে পোড়া গাড়ি এবং তুলোঁ কারাগারের প্রধান ফটকে গুলির চিহ্ন দেখা গেছে। 

ইউনিয়ন কারাগার কর্মীদের সুরক্ষায় সরকারের জরুরি পদক্ষেপ চেয়েছে। গত রবিবার ফ্রান্সের জাতীয় কারাগার প্রশাসন স্কুলে একইভাবে সাতটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর সোমবার রাতের এই হামলা ঘটেছে। 

ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, এটা উদ্বেগজনক যে কিছু মানুষ এখন সরাসরি রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতীক কারাগারের সম্পত্তি আক্রমণ করতে দ্বিধা করছে না।

কোনও গোষ্ঠী এখন পর্যন্ত দায় স্বীকার না করলেও প্যারিসিয়েনের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত গাড়িতে ডিডিপিএফ লেখা পাওয়া গেছে। এএফপি জানিয়েছে, কিছু স্থানে অ্যানার্কিস্ট স্লোগানও দেখা গেছে। 

এএফপি’র এক সূত্র বলেছে, আক্রমণগুলো সমন্বিত এবং মাদক পাচারবিরোধী সরকারের কৌশলের সঙ্গে স্পষ্টভাবে সম্পর্কিত। 

ফ্রান্সের পার্লামেন্টে একটি আইন পাস হতে যাচ্ছে, যা মাদক অপরাধ মোকাবিলায় বিশেষ প্রসিকিউটর অফিস চালুর প্রস্তাব রয়েছে এবং তদন্তকারীদের নতুন ক্ষমতা দেবে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন অস্ত্র সহায়তা স্থগিতে রুশ হামলা জোরদারের শঙ্কায় ইউক্রেন
গাজায় যুদ্ধবিরতিট্রাম্পের ‘চূড়ান্ত’ প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, নির্মূলের অঙ্গীকার ইসরায়েলের
লন্ডনে মা‌কে কুপিয়ে হত্যা, ছেলে লায়েক মিয়া অভিযুক্ত
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন