X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ডর্টমুন্ডের বাসে হামলায় জড়িত সন্দেহে এক ‘ইসলামপন্থী’ আটক

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০১৭, ০৩:০০আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ০৯:০৮

হামলায় ডর্টমুন্ড বরুশিয়ার ফুটবলারদের বাসের কাঁচ ভেঙে যায় জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড ফুটবল ক্লাবের বাসের সামনে মঙ্গলবার সন্ধ্যায় বিস্ফোরণের ঘটনায় একজন সন্দেহভাজন ইসলামপন্থীকে আটক করেছে পুলিশ।  বুধবার দেশটির কেন্দ্রীয় কৌঁসুলির কার্যালয়ের মুখপাত্র ফ্রাউকে কোয়েলার এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর নিশ্চিত করেছে।

ফ্রাউকে কোয়েলার বলেন, আমাদের তদন্তে দুই ইসলামপন্থীকে সন্দেহ করা হচ্ছিল। তাদের বাসায় তল্লাশি চালানো হয়। তাদের মধ্যে একজনকে আটক করা হয়েছে।

জার্মান সংবাদমাধ্যমের খবর অনুসারে, আটক ব্যক্তি ২৫ বছরের একজন ইরাকি। আর দ্বিতীয় সন্দেহভাজন ব্যক্তি একজন জার্মান (২৮)।

কোয়েলার জানান, বিস্ফোরণস্থলের কাছে তিনটি চিঠি পাওয়া গেছে এবং সবগুলো চিঠির বক্তব্য প্রায় একই। চিঠির বক্তব্য হামলার সঙ্গে ইসলামপন্থীদের জড়িত থাকার আভাস দিচ্ছে। তিনি বলেন, চিঠিগুলোতে গত ডিসেম্বরে বার্লিনে বড়দিনের বাজারে হামলার ঘটনা ও সিরিয়া সংকটে ফাইটার জেট নিয়ে জার্মানির অংশ নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এছাড়া পশ্চিম জার্মানির একটি সামরিক ঘাঁটি বন্ধ করারও আহ্বান জানানো হয়েছে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেল জানিয়েছে দেশটির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বিস্ফোরণের ঘটনায় ‘মর্মাহত’ হয়েছেন বলে তার মুখপাত্র জানিয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় ডর্টমুন্ডের ফুটবলাররা চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর সঙ্গে খেলতে বাসে করে নিজেদের স্টেডিয়ামের উদ্দেশে রওয়ানা দেওয়ার কিছুক্ষণ পর বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় বাসের জানালার কাচ ভেঙে যায়। অন্যান্য খেলোয়াড়রা অক্ষত থাকলেও ডিফেন্ডার মার্ক বার্ত্রা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর রাতেই তার হাতে অস্ত্রোপচার হয়। সূত্র: বিবিসি, ডয়চে ভেল।

/এএ/

 

সম্পর্কিত
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বশেষ খবর
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
আজকের আবহাওয়া: ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান