X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ভারতের সবচেয়ে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৫'র সফল উৎক্ষেপণ

বিদেশ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৬, ২১:২৯আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ২১:২৯

ভারতের সবচেয়ে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৫'র সফল উৎক্ষেপণ ভারত পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সবচেয়ে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ সফলভাবে উৎক্ষেপণ করেছে। দেশটির ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) তথ্যমতে, উড়িশার কালাম দ্বীপ থেকে  সোমবার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।

ডিআরডিও জানায়, ‘অগ্নি’ পরিবারের মধ্যে এই ক্ষেপণাস্ত্র সবচেয়ে অত্যাধুনিক এবং এর ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্র শত্রু পক্ষের অবস্থানে নির্ভুল আঘাত হানতে সক্ষম।

সংস্থাটি আরও জানায়, অগ্নি-৫ উৎক্ষেপণের আগে ভারতের অস্ত্রভাণ্ডারে এই পরিবারের যেসব ক্ষেপণাস্ত্র ছিল, তা ছিল সবই মাঝারি পাল্লার। ফলে এটা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব শিগগিরই ভারতের সামরিক অস্ত্রভাণ্ডারে এটাকে যুক্ত করা হবে।

এনডিটিভির খবরে বলা হয়, পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অগ্নি-৫। এটি প্রায় এক হাজার কেজি ওজনের যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। এটি পাকিস্তান, চীনসহ পুরো এশিয়া, এমনকি ইউরোপের অভ্যন্তরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। ১৭ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট অগ্নি-৫-এর ওজন ৫০ টনের মতো। এতে অতি ক্ষিপ্রতাসম্পন্ন অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের ব্যবস্থা রয়েছে।

ভারত অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ‘শান্তির অস্ত্র’ বলে উল্লেখ করেছে। ভারতের রাষ্ট্রপতি প্রনব মুখার্জি এক টুইটে বলেছেন, এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আমাদের কৌশলগত ও যুদ্ধ বিষয়ক দক্ষতা বাড়াবে।

এর আগে অগ্নি ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপন করা হয় ২০১২ সালে। এরপর ২০১৩ ও ২০১৫ সালেও এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।  সূত্র: বিবিসি।

/টিকে/এএ/

সম্পর্কিত
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
লোকসভা নির্বাচনতৃতীয় ধাপের ভোটের আগে চাঙা মোদির এনডিএ ও বিরোধীরা
সর্বশেষ খবর
প্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
উপজেলা নির্বাচনপ্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
বিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র