X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

দিল্লিতে নামলেন ট্রুডো, ক্যামেরা খোঁজে আদ্রিয়ানকে

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৪৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৫৭

প্রথমবারের মতো ভারত সফরে দিল্লিতে পা রাখার সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যখন বিমান থেকে বের হয়ে আসেন তখন সঙ্গে ছিলেন স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো। তাদের সঙ্গে তিন সন্তান আদ্রিয়ান, এলা গ্রেস মার্গারেট ও জাভিয়ার জেমস ট্রুডোও বিমান থেকে বের হয়। তারা সবাই মিলে ভারতের পরিচিত অভিবাদন- নমস্কারের ভঙ্গিতে ক্যামেরার সামনে দাঁড়ান। কিন্তু বিমান থেকে নামার সময়ই ক্যামেরার আকর্ষণের কেন্দ্রে চলে আসে ট্রুডোর চার বছরের ছেলে আদ্রিয়ান।

দিল্লির বিমানবন্দরে ফুলের তোড়া হাতে হাদরিয়েন

বিমান থেকে নামার সময় মা তার হাত ধরে সাহায্য করার চেষ্টা করলে হাত ছাড়িয়ে নেয় আদ্রিয়ান। তারপর বিমানের রেলিং ধরে একা একাই নিচে নেমে আসে। নিচে নামার পর ট্রুডো ও তার পরিবারকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী গাজেন্দ্র সিং ও কানাডায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিকাশ স্বরুপ। ওই সময়ও হাতে একটি ফুলের তোড়া নিয়ে আশেপাশে একা একাই ঘোরাঘুরি শুরু করে ট্রুডোর ছোট ছেলে। আর ক্যামেরার নজর ট্রুডোর কাছ থেকে সরে আদ্রিয়ানের দিকেই চলে যায়।

এবারই প্রথম সবার নজর কাড়েনি আদ্রিয়ান। কানাডায় বিভিন্ন প্রেস ব্রিফিংয়ে তাকে জাস্টিন ট্রুডোর সঙ্গে দেখা যায়। গত বছর ফেসবুকে তার কয়েকটি চমৎকার ছবি পোস্ট করেছেন কানাডার প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রী ছেলেকে সঙ্গে নিয়ে ঘরের কাজ করছিলেন। ইনস্টাগ্রামেও ছেলের ছবি প্রায়ই শেয়ার করেন ট্রুডো। একটি ছবিতে তাকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গেও দেখা গেছে। ফলে সামাজিকমাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে সে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আদ্রিয়ানের হাইফাই

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রুডোর দ্বিপক্ষীয় বৈঠকের তারিখ নির্ধারিত রয়েছে আগামী ২৩ ফেব্রুয়ারি। ওই বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা, নাগরিক পর্যায়ের পারমাণবিক সহায়তা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জ্বালানি ও শিক্ষাখাতের আলোচনা স্থান পাবে। তবে দিল্লি ও মুম্বাই সফর ছাড়াও ট্রুডো আগ্রার তাজমহল, অমৃতসরের স্বর্ণমন্দির ও গুজরাটের আহমেদাবাদ সফর করবেন।

এসব সফরে ট্রুডো দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের দিকে খেয়াল রাখলেও ক্যামেরা যে তার ছোট ছেলে আদ্রিয়ানকেই খুঁজবে তা বলার অপেক্ষা রাখছে না। আর বিষয়টি সামাজিক মাধ্যমেও ঝড় তুলবে বলে ধারণা করা হচ্ছে।

 

/আরএ/এএ/
সম্পর্কিত
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
লোকসভা নির্বাচনতৃতীয় ধাপের ভোটের আগে চাঙা মোদির এনডিএ ও বিরোধীরা
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
সর্বশেষ খবর
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র