X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞার প্রতিবাদে ধর্নায় বসার ঘোষণা মমতার

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০২১, ২২:১১আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২২:১১
image

নির্বাচনি প্রচারে একদিনের নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিবাদে ধর্নায় বসার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের শেষ কর্মদিবসে ভারতের প্রধান নির্বাচন কমিশনার সুনিল অরোরা নিষেধাজ্ঞা দেওয়ার পরই এক টুইট বার্তায় এই ঘোষণা দেন মমতা। মঙ্গলবার কলকাতায় গান্ধী মূর্তির নিচে ধর্নায় বসবেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

গত ৩ এপ্রিল হুগলির তারকেশ্বরে রাখা এক বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মুসলিমদের ভোট অন্য দলের সঙ্গে ভাগাভাগি না করার আহ্বান জানান। ওই বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে তাকে নোটিশ পাঠায় কমিশন। এছাড়া গত শনিবার কুচবিহারে বিজেপি ও তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ জন নিহত হয়। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বিজেপি’র পক্ষ হয়ে কাজ করছে অভিযোগ তুলে তাদের প্রতিরোধের আহ্বান জানান মমতা। এ নিয়েও তাকে নোটিশ পাঠানো হয়। এসব নোটিশের জবাব পাঠান মমতা। তবে তাতে সন্তুষ্ট নয় কমিশন।

সোমবার রাত আটটার দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনি প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাচন কমিশন। এরপরই এক টুইট বার্তায় ওই নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক আখ্যা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘নির্বাচন কমিশনের অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক সিদ্ধান্তের প্রতিবাদে আমি বেলা ১২টা থেকে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসছি।’

নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতারাও। রাজ্যসভার আইনপ্রণেতা ডেরেক ও’ব্রায়েন এবং দলটির মুখপাত্র কুণাল ঘোষও এই নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছেন। ডেরেক ও’ব্রায়েন এক টুইট বার্তায় বলেন, ‘নির্বাচন কমিশনের অবস্থান মারাত্মক একপেশে।’

/জেজে/
সম্পর্কিত
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
মুক্ত গণমাধ্যম দিবসের সভায় তথ্য প্রতিমন্ত্রীগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ