X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

যোগীর জন্মদিনে টুইট করলেন না কেন মোদি?

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০২১, ১০:৫০আপডেট : ০৬ জুন ২০২১, ১০:৫০
image

উত্তর প্রদেশের বিজেপির রাজ্য সরকার নিয়ে উদ্বেগে রয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। এনিয়ে বিজেপির আইনপ্রণেতারা প্রকাশ্যে অভিযোগও তুলেছেন। এমন পরিস্থিতিতে শনিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনও টুইট না করলে অনেকেই উদ্বিগ্ন হয়ে ওঠেন। তবে সম্প্রচারমাধ্যম এনডিটিভি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রের বরাতে জানিয়েছে টেলিফোনে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন মোদি।

আগামী বছর উত্তর প্রদেশ, পাঞ্জাব এবং গুজরাটের বিধান সভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে শনিবার পশ্চিমবঙ্গে সাম্প্রতিক নির্বাচনে বিজেপিকে বড় হারে বাধ্য করে ক্ষমতায় বসা তৃণমূল কংগ্রেস রাজ্যের বাইরে দল সম্প্রসারণের পরিকল্পনা করার ঘোষণা দিয়েছেন। লোকসভা নির্বাচনের তিন বছর বাকি থাকতে তৃণমূলের এই ঘোষণাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এমন সব পরিস্থিতিতে শনিবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা যোগী আদিত্যনাথের জন্মদিনে নরেন্দ্র মোদি টুইট না করলে অনেকেরই ভ্রু কুঁচকে যায়। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, করোনাভাইরাসের মহামারির দ্বিতীয় ঢেউ শুরুর পর বিরোধী রাজনীতিকসহ বহু শীর্ষ নেতাকেই টুইট করে জন্মদিনের শুভেচ্ছা জানানো থেকে বিরত রয়েছেন মোদি। এই তালিকায় কেরালা, রাজস্থান, হরিয়ানা, গোয়ার মুখ্যমন্ত্রীরাও রয়েছেন।

করোনাভাইরাস মহামারি মোকাবিলা নিয়ে মারাত্মক সমালোচনার মুখে রয়েছে যোগী আদিত্যনাথের সরকার। আগামী বছরের নির্বাচন ঘিরে রাজ্যের ক্ষমতাসীন দলে পরিবর্তনের কথাও শোনা যাচ্ছে। বিজেপি সূত্র জানিয়েছে, এই মুহূর্তে যোগী আদিত্যনাথকে সরিয়ে দেওয়া না হলেও উত্তর প্রদেশের মন্ত্রীসভা সম্প্রসারণ করা হতে পারে। নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ সাবেক আমলা একে শর্মাকে উত্তর প্রদেশ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে।

/জেজে/
সম্পর্কিত
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন, দেখে দুদক বললো ‘নিম্নমানের কাজ’
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন, দেখে দুদক বললো ‘নিম্নমানের কাজ’
আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার সাজেদুলের অভিষেক
আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার সাজেদুলের অভিষেক
দাবদাহে স্থবির চুয়াডাঙ্গার জনজীবন
দাবদাহে স্থবির চুয়াডাঙ্গার জনজীবন
বানিয়ে ফেলুন আমের কাশ্মিরি আচার
বানিয়ে ফেলুন আমের কাশ্মিরি আচার
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে