X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

পশ্চিমবঙ্গে টিকা কেন্দ্রে পদদলিত হয়ে আহত ২০

বিদেশ ডেস্ক
৩১ আগস্ট ২০২১, ২২:৪৪আপডেট : ৩১ আগস্ট ২০২১, ২২:৪৪
image

এক দিনে প্রায় ১১ লাখ মানুষকে করোনাভাইরাসের টিকা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। তবে এই বিপুল মানুষকে টিকা দিতে গিয়ে জলপাইগুড়ি জেলার একটি টিকা কেন্দ্রে ঘটেছে পদদলনের ঘটনা। এতে আহত হয়েছে অন্তত ২০ জন।

অবশ্য স্থানীয়দের দাবি আহত হয়েছে ২০ জন। কিন্তু পুলিশ বলছে আহতের সংখ্যা ২০ জন আর পাঁচজনকে মারাত্মক অবস্থার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজ্যের উত্তরাঞ্চলীয় জেলা জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের একটি স্কুলকে বানানো হয় টিকাদান কেন্দ্র। ওই স্কুলের প্রবেশ পথে ভোর থেকে জড়ো হয় শত শত মানুষ। সমবেতরা মূলত আশেপাশের গ্রামের বাসিন্দা আর চা বাগানের শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টিকা কেন্দ্রের কাছে প্রায় দুই হাজার মানুষ সেখানে জড়ো হয়। আর সেখানে ভোরে পুলিশের কোনও উপস্থিতি ছিলো না।

সকাল দশটার দিকে পুলিশ উপস্থিত হয়ে স্কুলের গেট খুলে দিলে সমবেতরা দ্রুত একে অপরকে ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করতে যায়। হুড়োহুড়িতে বেশ কয়েক জন নারী, শিশু ও বয়স্ক ব্যক্তি মাঠে পড়ে যায়। মানুষকে সাহায্য করতে গিয়ে আহত হয় এক পুলিশ সদস্যও।

পরে বেশি সংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধারে এগিয়ে আসে স্থানীয়রাও।

জলপাইগুড়ি পুলিশ সুপারিটেন্ডেন্ট দেবশ্রি দত্ত বলেন, প্রায় ২০ জন আহত হয়। কিন্তু ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে স্থানীয়দের দাবি, অন্তত ৩০ জন আহত হয়েছে। আর আট জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত একদিনে ১০ লাখ ৯৯ হাজার ৪৩৭ জনকে টিকা দেওয়া হয়েছে। দিন শেষে টিকাপ্রদানের সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করছেন তারা।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
নিজ্জার হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
সর্বশেষ খবর
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে