X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভারত সফরে সম্মত হলেন পোপ ফ্রান্সিস

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০২১, ২০:৫৬আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২১:০৪

ইতালি সফরের দ্বিতীয় দিন শনিবার ভ্যাটিকান সিটিতে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেখা করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে। ভারতে সফরের আমন্ত্রণ জানিয়েছেন তাকে। আমন্ত্রণ গ্রহণ করে সফরে সম্মতি দিয়েছেন পোপ ফ্রান্সিস।

তিনি দেশটিতে সফরে গেলে এটিই হবে ১৯৯৯ সালের পর প্রথম কোনও পোপের ভারত সফর।

মোদি হলেন পঞ্চম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরুর সঙ্গে দেখা করলেন। টুইটারে দেওয়া এক পোস্টে পোপকে আলিঙ্গন করার ছবিও সংযুক্ত করেছেন মোদি।

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘পোপ ফ্রান্সিসের সঙ্গে উষ্ণ আলাপ হয়েছে। বেশ কিছু বিষয়ে আলোচনার সুযোগ হয়েছে। তাকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছি।’

২০১৩ সালে ভ্যাটিকানের সর্বোচ্চ পদে বসার পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন পোপ ফ্রান্সিস। মোদিরও কোনও পোপের সঙ্গে এটিই প্রথম সাক্ষাৎ।

এদিন ইতালির রাজধানী রোমে ভারতীয় অভিবাসীদের সঙ্গেও সাক্ষাৎ করেন মোদি। টুইটারে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘ইতালিতে ভারতীয় অভিবাসীদের সঙ্গে সাক্ষাতে ভারত ও ইতালির সাংস্কৃতিক, আধ্যাত্মিক জগতের মেলবন্ধন জোরদারের বিষয়ে কথা হয়েছে।’

পোপের সঙ্গে সাক্ষাতের পর রোমে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যোগ দিতে যান প্রধানমন্ত্রী। সেখানে তাকে অভ্যর্থনা জানান ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।

এর আগে শুক্রবার রোমে পৌঁছে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে বৈঠকে মিলিত হন মোদি। কথা বলেন ইউরোপের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে। এছাড়া জলবায়ু পরিবর্তন, করোনা অতিমারি, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়েও কথা হয় তাদের। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!