X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

ভারতে যেভাবে পালিত হলো বিজয়ের সুবর্ণজয়ন্তী

বিদেশ ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২১, ২৩:০৪আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৩:১৮

বাংলাদেশের স্বাধীনতা ও ১৯৭১ সালের যুদ্ধের সুবর্ণজয়ন্তী পালন করেছে ভারত। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাতীয় যুদ্ধ স্মারকে দিনটি পালন করেন। ভারতের বিরোধী দল কংগ্রেস আলাদা অনুষ্ঠান আয়োজনে দিনটি উদযাপন করে। ভারতের সেনাবাহিনী ও বিভিন্ন রাজ্যেও দিবসটি উপলক্ষে বিভিন্ন আয়োজন করা হয়।

দিল্লির ইন্ডিয়া গেটে জাতীয় যুদ্ধ স্মারকে বাংলাদেশের স্বাধীনতা ও ১৯৭১-এর যুদ্ধের সুবর্ণজয়ন্তী পালন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এই বিজয় দিবস পালনের অংশ হিসাবে চারটি বিজয় দিবস টর্চ বা জ্যোতি ভারতের সর্বত্র পাঠানো হয়েছিল। সেই টর্চ আবার ফিরে এসেছে দিল্লিতে। চারটি টর্চের আগুন নিয়ে প্রধানমন্ত্রী মোদি তা মিশিয়ে দেন যুদ্ধ স্মারকের অমর জওয়ান জ্যোতিতে। এর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে মোদি স্মারকে ফুল দেন। সেনার বিউগল বাজে। নীরবতা পালিত হয়।

দিল্লিতে বিজয়ের সূবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে মোদি

টুইটারে মোদি লিখেছেন, ৫০তম বিজয় দিবসে আমি মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও ভারতীয় সেনার আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা একসঙ্গে লড়াই করে দমনকারী শক্তিকে হারিয়েছি। ঢাকায় রাষ্ট্রপতির উপস্থিতি প্রতিটি ভারতীয়ের কাছে বিশেষ তাৎপর্যবাহী।

রাজনাথ সিং ও ভারতীয় সেনাবাহিনীর পক্ষ ১৯৭১ সালের যুদ্ধের কিছু ছবিও টুইট করা হয়েছে।

বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়ের ৫০ বছর উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কংগ্রেস ভারতের প্রতিটি রাজ্যে এই সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান পালন করছে। বুধবার রাতে আয়োজিত এক অনুষ্ঠানে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, ৫০ বছর আগে বাংলাদেশের সাহসী ও মহান মানুষরা নিজেদের নতুন ভবিষ্যতের সূচনা করেছিলেন। ভারত তাদের পাশে দাঁড়িয়েছিল। তারা শুধু এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল তাই নয়, তারা আন্তর্জাতিক জনমত সংগঠিত করেছে, বিভিন্ন মঞ্চে তারা সোচ্চার হয়েছে এবং যখন আক্রান্ত হয়েছে, তখন সফল সামরিক অভিযানও করেছে।

কংগ্রেসের আয়োজনে সোনিয়া গান্ধী

সোনিয়া বলেন, কয়েকজন মানুষের অবদান ভুলা যাবে না। আজ আমরা গর্বের সঙ্গে ইন্দিরা গান্ধীকে স্মরণ করছি।

তিনি আরও বলেন, আজ বাংলাদেশের জনগণকে আমরা অভিনন্দন জানাচ্ছি। তারা অনেক উন্নতি করেছে। তারা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বাংলাদেশের এই সাফল্য অসাধারণ।এই বিজয় আসলে বাংলাদেশের মানুষের দৃঢ়তার জয় এবং সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতের মানুষের জয়।

বিশেষ ডাক টিকিট উন্মোচন করেন রাজনাথ সিং

তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বৃহস্পতিবার যুদ্ধ স্মারকে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এসময় তিনি পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতীয় সেনাদের আত্মত্যাগের প্রশংসা করেন।

ভারতীয় সেনাবাহিনী কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে আয়োজন করেন বিজয় বর্ষের সূবর্ণজয়ন্তী অনুষ্ঠান। সূত্র: ডয়চে ভেলে, রিপাবলিক ওয়ার্ল্ড, ইন্ডিয়ান এক্সপ্রেস

/এএ/
সম্পর্কিত
অর্থনীতি চাঙা করতে গাঁজা চাষে ঝুঁকছে পাকিস্তান
নিজ্জার হত্যা: কানাডার আদালতে হাজির অভিযুক্ত তিন ভারতীয়
কাঁটাতার পেরিয়ে ভোট দিলেন তারা
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার