X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মুসলিমবিরোধী বিদ্বেষমূলক বক্তব্যে ভারতে ক্ষোভ

বিদেশ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২১, ২০:৪৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ২০:৪৩

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখন্ডে মুসলিমদের বিরুদ্ধে হিন্দু নেতাদের সহিংসতার ডাক দেওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। হিন্দু নেতাদের সমাবেশে উসকানিমূলক ভাষণের একটি ভিডিও গত সপ্তাহে ভাইরাল হলে দেশটিতে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

হরিদ্বয়ারে ১৭ থেকে ১৯ ডিসেম্বর এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পুলিশ বৃহস্পতিবারের আগ পর্যন্ত কোনও উদ্যোগ নেয়নি আনুষ্ঠানিক অভিযোগ না পাওয়ার কারণে। এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি এবং মামলায় শুধু ওয়াসিম রিজভি নামের এক মুসলিম ব্যক্তির নাম রয়েছে। এই ব্যক্তির দাবি, তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এবং এখন তার নাম জিতেন্দ্র নারায়ণ ত্যাগী।

পুলিশ জানায়, ত্যাগীসহ অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে ধর্মীয় গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ভিডিওতে থাকা অনেক ধর্মীয় নেতাকে চিহ্নিত করেছেন। এদেরকে প্রায়ই নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রীদের সঙ্গে দেখা যায়।

অ্যাক্টিভিস্টরা বলছেন, মুসলিম ও অপর সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ ২০১৪ সাল থেকে বাড়ছে। মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বা সহিংসতার ভিডিও ভারতে প্রায়ই ভাইরাল হয়।

সমালোচকরা বলছেন, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সমর্থনের কারণে এমনটি ঘটছে।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ওই সমাবেশের এক আয়োজক প্রভুধানন্দ গিরিকে শনাক্ত করেছে। তাকে প্রায়ই বিজেপির নেতাদের সঙ্গে ছবিতে দেখা যায়। এক ছবিতে উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা পুশকর দামির পা ছুঁতে দেখা গেছে।

সমাবেশে দেওয়া ভাষণে গিরিকে দেখা গেছে ভারতীয় সেনাবাহিনী, রাজনীতিক ও হিন্দুদের মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে যা করা হয়েছে তা ভারতে করার জন্য বলছেন।

গিরি এনডিটিভিকে বলেছেন, তিনি পুলিশকে ভয় পান না এবং নিজ বক্তব্যের পক্ষেই অবস্থান নিয়েছেন।

সমাবেশের আরেক বক্তা ইয়াতি নরসিংহানন্দ সরস্বতী অতীতেও মুসলিমবিরোধী বক্তব্য দিয়েছেন। হরিদ্বয়ারে তিনি অনেকের মতো মুসলামদের কাছ ধর্ম ‘রক্ষায়’ হিন্দুদের অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিজেপির সাবেক এক মুখপাত্র অশ্বিনি উপাধ্যায়ও সমাবেশে উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন, সমাবেশের শেষ দিনে মাত্র দেড় ঘণ্টার জন্য উপস্থিত ছিলেন।

এর আগে আগস্টে তাকে গ্রেফতার করা হয়েছিল দিল্লিতে একটি মিছিলে মুসলিমবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে।

সিনিয়র পুলিশ কর্মকর্তা অশোক কুমার বিবিসি’র হিন্দি সংস্করণকে বলেছেন, এমন উসকানিমূলক বক্তব্য ঠিক না। তাই আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্লক করার নির্দেশ দিয়েছি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী প্রশ্ন তুলছেন, কেন কোনও বক্তার বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেনি এবং তাদের প্রতিবেদনে ত্যাগীর নাম উল্লেখ করেনি।

/এএ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি