X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘কংগ্রেস সংস্কৃতি’ বললেন আসামের মুখ্যমন্ত্রী, জবাব দিলো পুরনো দলটি

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২১, ১১:২৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৬:৩৯

ভারতের আসাম রাজ্যের বিজেপি কর্মী এবং দল সংশ্লিষ্টদের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা (পিএসও) বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এসব কর্মকর্তা রাখাকে তিনি ‘কংগ্রেস সংস্কৃতি’ আখ্যা দেন। তার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস।

সম্প্রতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া আসামের মন্ত্রিসভার এক বৈঠকে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি বিভিন্ন রাজনৈতিক নেতার পিএসও রাখার প্রয়োজনীয়তা পর্যালোচনা করবে। কমিটির সুপারিশ অনুযায়ী পিএসও নিয়োগ কিংবা প্রত্যাহার হবে।

আসাম প্রদেশ কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট ভুপেন কুমার বোড়া এবং দলটির রাজ্য সভার আইনপ্রণেতা রিপন বোরা মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে তার নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে ফেলার আহ্বান জানান। তারা বলেন, হিমন্ত বিশ্ব শর্মা যদি মনে করেন এটা ‘কংগ্রেস সংস্কৃতি’ তাহলে তার নিজেরই আগে তা প্রত্যাহার করা উচিত।

আসাম কংগ্রেস প্রধান ভুপেন বোরা বলেন, ‘আসাম পুলিশ যদি দাবি করে রাজ্য নিরাপদ এবং কোনও ব্যক্তিগত নিরাপত্তার প্রয়োজন নেই, তাহলে মুখ্যমন্ত্রীর রাজ্যের মধ্যে বিশাল নিরাপত্তা বহর নেওয়া উচিত হবে না। প্রথমে হিমন্ত শর্মাই পিএসও ছেড়ে দিক।’

গত শনিবার বিজেপি নেতা ও দল সংশ্লিষ্টদের পিএসও বাদ দেওয়ার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এটা কংগ্রেস পার্টির সংস্কৃতি। তিনি বলেন, ‘পিএসও এর কোনও দরকার নেই। এটা কংগ্রেস পার্টির সংস্কৃতি। আমরা কোনও অন্যায় করিনি ফলে আমাদের জীবনের ওপর কোনও হুমকি নেই।’

আসামের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘গাড়ির দরজা খোলার জন্য আমাদের পিএসও দরকার নেই, আমাদের যথেষ্ট শক্তি আছে। আমি কংগ্রেস পার্টিতে ছিলাম। কংগ্রেস পার্টির মধ্যে এ ধরনের কিছু চর্চার তালিকা আমার কাছে আছে।’

/জেজে/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা