X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জয়প্রকাশ, রীতেশকে শোকজ, বিক্ষুব্ধদের কড়া বার্তা পশ্চিমবঙ্গ বিজেপির

রক্তিম দাশ, কলকাতা
২৩ জানুয়ারি ২০২২, ২১:৫১আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ২১:৫১

বিদ্রোহী দুই নেতাকে শোকজ করে দলের বিক্ষুব্ধদের কড়া বার্তা দিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি। রবিবার দলের বিক্ষুব্ধ গোষ্ঠির নেতা জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তেওয়ারিকে শোকজের চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, এই দুই নেতাকে শোকজের চিঠি নিয়ে ফের পশ্চিমবঙ্গ বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন ভারতের বিজেপি সরকারের মন্ত্রী শান্তনু ঠাকুর।

বিজেপি সূত্রের খবর, বঙ্গ বিজেপির নয়া রাজ্য কমিটি ও জেলা সভাপতিদের নাম নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ঘনিষ্ঠ বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ, পরবর্তীতে ঠাকুরনগর ও  কলকাতায় পোর্টের গেস্ট হাউসে সভা, এরপর বনগাঁয় পিকনিক করে একের পর এক দলবিরোধী বার্তা দিচ্ছিলেন বিক্ষুব্ধ নেতারা। এ নিয়ে প্রবল অস্বস্তিতে ছিল বিজেপি।

কেন্দ্রীয় বিজেপি থেকে দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সন্তোষ ও সভাপতি জেপি নাড্ডার এ নিয়ে বিক্ষুব্ধদের সুর নরম করার চেষ্টা করেও ব্যর্থ হন। উল্টো পশ্চিমবঙ্গ বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদত অভিতাভ চক্রবর্তীকে টার্গেট করে কামান দাগতে থাকেন বিক্ষুব্ধরা। অবশেষে বিদ্রোহ দমনে কড়া মনোভাব দেখায় পশ্চিমবঙ্গ বিজেপি।

সূত্র জানিয়েছে, বিক্ষুব্ধ নেতাদের বিভিন্ন বৈঠক জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তেওয়ারি নেতৃত্বে হয়েছে। এই দুই জনকেই আপাতত শোকজ করে বাকি বিক্ষুব্ধের বার্তা দিয়েছে দল। এই শোকজের মধ্য দিয়ে দল বিক্ষুব্ধদের এটাই বোঝাতে চাইছে, যতই বড় নেতা হন, দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। দল বিরোধী কাজ কোনও মতেই বরদাশত করা হবে না।

পশ্চিবঙ্গ বিজেপির কার্যালয় সম্পাদক প্রণয় রায়ের স্বাক্ষরিত শোকজ চিঠিতে বলা হয়েছে, ‘আপনার দ্বারা গত কিছুদিন ধরে পার্টি বিরোধী বিবৃতি সংবাদমাধ্যমে দেওয়া হয়েছে। যা দলীয় শৃঙ্খলাভঙ্গের শামিল। শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশ অনুযায়ী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে আপনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। কেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা লিখিত ভাবে জানানোর জন্য বলা হচ্ছে।’

আগামী ১৫ দিনের মধ্যে শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে এই দুই নেতাকে। সূত্র জানিয়েছে, তাদের জবাবে সন্তুষ্ট না হলে এই দুই নেতাকে বহিষ্কারও করতে পারে বিজেপি। তবে শান্তনু ঠাকুরের ক্ষেত্রে এখনই কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কারণ তিনি একইসঙ্গে এমপি ও মন্ত্রী। তাকে সর্তক করার বিষয়টি দিল্লি দেখবে। তবে তার বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটির কাছে রির্পোট পাঠানো হচ্ছে।

এদিকে শোকজের নোটিশ নিয়ে ক্ষুব্ধ রীতেশ তিওয়ারি বলেন, ‘কারও দয়ায় দল করি না। পার্টিতে দখলদারিত্ব চলছে।‌’ জয়প্রকাশ মজুমদার বলেন, ‘দল আমাকে শোকজ করেছে। এখন চিঠি পাইনি। পেলে দলকে খুব শিগগিরই জানাবো।’

অন্যদিকে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন শান্তনু ঠাকুর। তিনি রীতিমতো চ্যালেঞ্জের সুরে বলেছেন, ‘আমার সঙ্গে আরও লোক বৈঠক করবে। সারা পশ্চিমবঙ্গের লোক বৈঠক করবে। আমার সঙ্গে সারা রাজ্যের বিক্ষুব্ধরা দল করবে। সবাইকে বাদ দেবে! এটা সম্ভব নয়। আমি মন্ত্রী, এমপি। সবার সঙ্গে বৈঠক করবো, যাতে তারা শান্ত থাকেন। বিজেপির যাতে কোনও ক্ষতি না হয়, তার জন্যই বৈঠক করবো।’

/এমপি/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!