X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দিল্লিতে শীতে কাঁপছে গৃহহীনরা,শতাধিক প্রাণহানি

বিদেশ ডেস্ক
৩১ জানুয়ারি ২০২২, ১৫:৫৭আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৬:০৯

শীতে জুবুথুবু দিল্লিবাসী। এক দশকের মধ্যে জানুয়ারি মাসে শহরটিতে স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম। প্রভাব পড়েছে গৃহহীনদের ওপর। মারা গেছেন দেড় শতাধিক মানুষ। শহরের ২ কোটি বাসিন্দা সারা বছর ধরে গ্রীষ্মের তাপ, প্রবল বর্ষণ ও শরতের শেষে তীব্র বিষাক্ত ধোঁয়াশার মতো পরিস্থিতির সঙ্গে লড়াই করে আসছে।

চলতি মাসে প্রবল শীতের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নাগরিকদের মধ্যে একটা চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।  চলতি জানুয়ারির গত মঙ্গলবার দিল্লিতে এক দশকের মধ্যে ১২.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। যা ২০১৩ সালের জানুয়ারির পর সর্বনিম্ন তাপমাত্রা।

গৃহহীনদের জন্য নির্মিত এক আশ্রয়কেন্দ্র থাকেন ৩০ বছর বয়সী দিল্লির বাসিন্দা মুখেশ। তিনি বলেন, ‘অস্বীকার করার উপায় নেই যে এবার খুব শীত’।  

আগুনে শীত নিবারণের চেষ্টায় দিল্লির সাধারণ মানুষ। ছবি সংগৃহীত

মুখেশসহ আরও কয়েকজন মিলে আশ্রয়কেন্দ্রে আগুন জ্বালিয়ে আড্ডা দিচ্ছিলেন। এমন দৃশ্য জানুয়ারি মাসে দিল্লির প্রতি  রাতেই চোখে পড়ে। তিনি আরও বলেন, গত ১০ দিনে খুবই শীত পড়েছে। বিশেষ করে গত সপ্তাহ থেকে সূর্যের দেখা নেই। এ নিয়ে আমরা ভীষণ চিন্তিত ছিলাম, কারণ উষ্ণতার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হয়।

দিল্লিজুড়ে গৃহহীনদের সাম্প্রতিক পরিসংখ্যান পাওয়াটা কঠিন। তবে ভারতের ২০১১ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী, শহরটির ৪৭ হাজার বাসিন্দা গৃহহীন। তবে সরকারি পরিসংখ্যান বলছে প্রকৃত সংখ্যা মাত্র ৯ হাজার তিনশ। সেন্টার ফর হোলিস্টিক ডেভেলপমেন্টের সুনীল কুমার আলোদিয়া কয়েক দশক ধরে দিল্লির আশ্রয়হীনদের নিয়ে কাজ করছেন।  তার মতে, এ বছর শীতে দিল্লিতে অন্তত ১৭৬ জন মারা গেছেন।

একে স্বাভাবিক পরিস্থিতি মানতে নারাজ ভারতীয় ইনস্টিটিউট অফ পাবলিক পলিসির অঞ্জল প্রকাশ। তিনি বলেন, এরকম অস্বাভাবিক আবহাওয়া ভবিষ্যতে আরও বাড়তে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

/এলকে/
সম্পর্কিত
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
সর্বশেষ খবর
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ