X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ফের তৃণমূলের চেয়ারপারসন মমতা

রক্তিম দাশ, কলকাতা
০২ ফেব্রুয়ারি ২০২২, ২২:০৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ২২:০৩

ভারতের নির্বাচন কমিশনের নিয়ম  মেনে সম্পন্ন হলো তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন। সেই নির্বাচনে প্রত্যাশা মতোই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় চেয়ারপারসন নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে ওই পদে বিজয়ী ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার পার্থ চট্টোপাধ্যায়। দলনেত্রীর বিরুদ্ধে কেউই মনোনয়ন জমা দেননি।

চেয়ারপারসন নির্বাচিত হয়ে সেই মঞ্চ থেকেই বিজেপি ও রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা। পাশাপাশি দলীয় কর্মীদের গোষ্ঠী দ্বন্দ্ব নিয়েও কড়া বার্তা দেন।

এদিন সাংগঠনিক নির্বাচনে বাংলার বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাশাপাশি অন্যান্য রাজ্য থেকে প্রায় দেড় হাজার প্রতিনিধি নির্বাচনে অংশ নেন। সবার মতামতের ভিত্তিতে মমতা পুনরায় চেয়ারপার্সন পদে আসীন হন। সেই মঞ্চ থেকেই মমতা বাংলার দুর্গ অটুট রেখে ভারত থেকে বিজেপি হঠানোর টার্গেটের কথা জানান।

মমতা বলেন, 'তৃণমূল তৈরি হয়েছিল ১৯৯৮ সালের ১ জানুয়ারি। অনেক বাধা অতিক্রম করে আজ  এই জায়গায় এসে দাঁড়িয়েছে। প্রথমে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস হয়েছিল। পরে অনেক জায়গায় ইউনিট খুলছিল। তাই অল ইন্ডিয়া করে দিলাম। কোনও না কোনও জায়গা থেকে একটা দল তৈরি হয়। উত্তরপ্রদেশ থেকে কংগ্রেস তৈরি হয়েছিল। গুজরাট থেকে বিজেপি। আমাদের অরিজিনাল জায়গা বাংলা। আমরা মিট করবো খুব শিগগির। আপনারা বাংলার দলটা করুন। আপনারা বলুন, বাংলার দলটাকে বুক দিয়ে আগলে রাখবো। দেশ থেকে বিজেপিকে হঠান। আমরা চেয়েছিলাম বিজেপি বিরোধী ফ্রন্ট একসঙ্গে আসুক। কিন্তু কেউ যদি অহংকার নিয়ে বসে থাকে, তবে একলা চলো। লড়াই করতে হবে। একটা একটা করে ফুল দিয়ে মালা গাঁথবো।'

যশবন্ত সিনহা, লোকেশ ত্রিপাঠী, রাজেশ ত্রিপাঠী, ত্রিপুরার সুবল ভৌমিক, অশোক তানোয়ারদের মতো ভিন রাজ্যের নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এদিন বাজেট থেকে পেগাসাস, একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে বিষোদগার করেন মমতা। তার অভিযোগ, বিজেপি মুখ বন্ধ করতে ইডি, সিবিআই ও অর্থ ব্যবহার করছে। হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, 'এভাবে মুখ বন্ধ করানো যাবে না। লড়াই চলবেই। বিজেপির তিনটে রত্ন। ইডি, সিবিআই, আর  টাকা। এভাবে কোনও দিন চলতে পারে না।'  

বাজেট প্রসঙ্গে মমতা বলেন, 'বাজেটে শাক নেই, ধান নেই। শুধু হিরে। কর্মসংস্থান শূন্য। যুবক-যুবতীদের ভবিষ্যৎ নিয়ে কোনও চিন্তা নেই।'

এদিন ফের পেগাসাস ইস্যুতে কেন্দ্রকে নিশানা করে  মমতা বলেন, 'ওরা শুধু জানে পেগাসাস। পিকে-অভিষেকের ফোনে পেগাসাস তো প্রমাণ হয়ে গেছে। অভিষেকের বন্ধুদের ফোনেও নজরদারি চালানো হচ্ছে। কিন্তু এভাবে চলবে না। পেগাসাস, ইডি, সিবিআই দিয়ে মুখ বন্ধ করা যাবে না।'

পদ্ম পুরস্কার নিয়ে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, 'পদ্ম ভূষণকে ওরা দূষণে পরিণত করেছে।'

অন্যদিকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে বিজেপির পাশাপাশি বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তৃণমূল নেত্রী। নাম না করে বলেন, 'যিনি নিজেকে সবজান্তা মনে করেন, তিনি এটা জানেন না যে, মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া যখন খুশি যে কোনও উচ্চপদস্থ কর্মকর্তাকে তলব করা যায় না। সব অফিসার, আমলাদের ডাকছে। কখনও সিপিকে ডাকছে, কখনও সিএসকে ডাকছে। কোনও কাজ নেই, সবজান্তা।'

রাজ্যপালকে 'ঘোড়ার পাল' বলেও তীব্র আক্রমণ করেন মমতা। বলেন, 'ঘোড়ার সামনে ঘোড়ার পাল। বিজেপি এখানে দিয়েছে ঘোড়ার পাল। একদল ঘোড়ার পাল রাজ্য শাসন করতে পাঠিয়েছে। ধনখড়কে 'পেগাসাসের আরেক বন্ধু', 'ছোট দালাল' বলেও তীব্র কটাক্ষ করেন তিনি।

মা ক্যান্টিন প্রসঙ্গ টেনে মমতা বলেন, 'মা ক্যান্টিন চলছে, মানুষ পাঁচ টাকায় খেতে পাচ্ছে, তাতেও সমস্যা। বারবার শুধু জিজ্ঞেস করবে, কে সিদ্ধান্ত নিলো, কী করে হলো?’

এদিন দলীয় সম্প্রীতি বজায় রাখারও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আপনাদের আমাকে কথা দিতে হবে, পরস্পরের সঙ্গে দ্বন্দ্ব করবেন না। দল একটাই, তৃণমূল। চিহ্নটা জোড়া ফুল। আমি কী পেলাম সেটা কাজ না। কী দিলাম সেটা কাজ। একে বাদ দেবো, ওকে বাদ দেবো, এটা হবে না। শুধু নিজের নিজের করে লাভ নেই। তৃণমূলে একটাই গ্রুপ।'

তৃণমূল সুপ্রিমো বলেন, কেউ যদি উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগ দিতে চান, তাহলে তাকে দলে স্বাগত।

মমতা বলেন, 'সাত-আট জন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিতে চায়। আসুক। এসে কাজ করতে হবে। জোর করে আমরা কাউকে নেবো না।'

এদিকে পূর্ণাঙ্গ কমিটি এখনও গঠন হয়নি তাই কাজ চালানোর জন্য কয়েকজনের ওপর দলের দায়িত্ব দেন তৃণমূল সুপ্রিমো। বলেন, 'অভিষেক জেনারেল সেক্রেটারি থাকবে। সুব্রত বক্সি সর্বভারতীয় সহ-সভাপতি। সঙ্গে পার্থ, অরূপ, চন্দ্রিমা, যশবন্ত সিনহারা থাকবেন। পরে বাকি কমিটি বলে দেবো। আপাতত কাজ চালানোর জন্য এটা করে দিলাম।'

/এমপি/
সম্পর্কিত
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
কেক কেটে আর কাচ্চি বিরিয়ানিতে বন্ধুত্বের উদযাপন দিল্লি ও ঢাকার
সর্বশেষ খবর
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো