X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

তৃণমূলের অভ্যন্তরীণ কলহ দূর করতে বৈঠকে মমতা

রক্তিম দাশ, কলকাতা
১২ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪৭

তৃণমূলের অভ্যন্তরীণ কলহ নিয়ে যাবতীয় বিভ্রান্তি দূর করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সীকে নিয়ে আলাদা করে বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কালীঘাটে দলের শীর্ষস্তরের ৭ জন নেতানেত্রীকে নিয়ে প্রায় ৫০ মিনিটের একটি বৈঠক করেন তিনি। এছাড়া আলাদা করে সুব্রত বক্সি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসেন মমতা। প্রায় আধা ঘণ্টা দলের দুই সেনাপতির সঙ্গে কথা বলেন নেত্রী। দলের প্রবীণ এবং নবীন নেতাদের মধ্যকার সম্পর্ক নিয়ে যে বিভ্রান্তি ছড়িয়েছে তা দূর করে একসঙ্গে চলার বার্তা দেন মমতা।

গত কয়েকদিন ধরে সংবাদমাধ্যম তথা সোশ্যাল মিডিয়ার নানারকম প্রচারের ফলে তৃণমূলের অন্দরে টানাপড়েন সৃষ্টি হয়েছিল। জানা গেছে, দশ রকম সরকারি কাজের মধ্যে দলের ভেতরে এই টানাপোড়েনে যথেষ্ট বিরক্ত স্বয়ং মমতা। বিষয়টি নাকি এমন পর্যায়ে পৌঁছেছে যে তা পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সির মতো অতি সিনিয়র ও পুরনো নেতার সঙ্গে আইপ্যাক ও অভিষেকের সম্পর্কে জটিলতা তৈরি করছে। কিন্তু এদিন দুই শীর্ষ নেতাকে আলাদা করে ডেকে নেত্রী বুঝিয়ে দেন, আগামী দিনে দলকে এগিয়ে নিয়ে যেতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে। সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাচন আছে। তাতে একজোট হয়ে লড়তে হবে।

কালীঘাটে দলের মূল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় স্তরের সব কমিটি ভেঙে দিয়ে নতুন একটি কর্মসমিতি গঠন করেছেন। সেই সঙ্গে দলের জাতীয় স্তরের সব পদ অবলুপ্ত করা হয়েছে।

সূত্রের খবর, এদিন বৈঠকের শুরুতেই উপস্থিত ৭ জন নেতা লিখিতভাবে মমতাকে জানিয়ে দেন, এখন থেকে দল সম্পর্কে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার অধিকার ন্যস্ত থাকবে শুধু নেত্রীর হাতে। এরপরই সব পদ অবলুপ্ত করে দিয়ে ২০ জনের কর্মসমিতি গঠন করা হয়েছে। আগামী দিনে পদাধিকারীদের নামও নেত্রী নিজেই ঠিক করবেন। সব পদ অবলুপ্ত করে দেওয়ার ফলে সুব্রত বক্সী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউই আপাতত দলের পদাধিকারী নন। এই পরিস্থিতিতে এই দুই নেতাকে নিয়ে মমতার বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

/এএ/
সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা