X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ডনের মতো হুমকি দিচ্ছেন মন্ত্রী পার্থ: ইডি’র আইনজীবী

রক্তিম দাশ, কলকাতা
২৪ জুলাই ২০২২, ২২:৫১আপডেট : ২৪ জুলাই ২০২২, ২২:৫১

‘ডনের মতো হুমকি দিচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়’, রবিবার এমনই অভিযোগ তুললেন ইডি’র আইনজীবী কলকাতা হাইকোর্টে। শিক্ষক নিয়োগ মামলায় গ্রেফতার পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী বর্তমানে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে শনিবারই ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। তাকে দু’দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। কিন্তু পার্থকে ইডির হেফাজতে না পাঠিয়ে অসুস্থতার কারণ দেখিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করার যে নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। এই রায়ে সন্তুষ্ট না হয়ে শনিবার রাতেই নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোটের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে দ্রুত শুনানির আবেদন জানানো হয়। সেই শুনানিতেই পার্থর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার কথা বলে ইডির আইনজীবীদের দাবি, ‘এসএসকেএম হাসপাতালে গেলে ইডির কর্মকর্তাদের রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। তাই তাকে অন্যত্র সরানো হোক।’  ইডির আবেদনকে মান্যতা দিয়ে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ‘সোমবার ভোরে এয়ার অ্যাম্বুলেন্সে পার্থকে ভুবেনশ্বর এইমস-এ নিয়ে যাওয়ার। সঙ্গে তার চিকিৎসক ও আইনজীবিও যাবেন। সেখানেই তার চিকিৎসা হবে।’

এদিন ইডির আবেদনের জরুরি ভিত্তিতে বিচারপতি বিবেক চৌধুরীর বিশেষ বেঞ্চ বসে। মামলায় ইডির আইনজীবী এস ভি রাজু, ফিরোজ এডুলজিদের অভিযোগ করে বলেন, ‘মন্ত্রীর হাসপাতালে ভর্তি নিয়ে ইডির বক্তব্য না শুনে, একতরফা অভিযুক্তের আবেদনের প্রেক্ষিতে নিম্ন আদালত এই নির্দেশ দিয়েছে।’

ইডির আইনজীবীরা আদালতে জানান, ‘স্কুলে নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই তদন্ত হচ্ছে। দুদিন আগে ২১ কোটির বেশি টাকা এবং ২০টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। নিম্ন আদালতে জামিন বাতিল হয়েছে। মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সুস্থ বলে জানিয়েছে আদালত। তা ছাড়া, নিজের পছন্দ মাফিক হাসপাতালে ভর্তি হওয়ার এখতিয়ার এই মুহূর্তে তার নেই। ইডি কর্মকর্তাদের হুমকি দিয়েছেন পার্থ। ডনের মতো ব্যবহার করেছেন তিনি।’

ইডির আইনজীবিদের দাবি, ‘রাজ্যের কোনও হেভিওয়েট নেতা-মন্ত্রী গ্রেফতার হলেই সুনির্দিষ্ট একটি হাসপাতালে কেন তাদের যেতে হয়? এই হাসপাতালে চিকিৎসার নামে দুর্নীতিকে ধামাচাপা দেওয়া হয়।’

হাসপাতাল তদন্তকারীদের সহযোগিতা করছে না বলেও অভিযোগ করেন ইডির আইনজীবীরা। পার্থকে সুস্থ দাবি করে ইডির আইনজীবীরা গ্রেফতারের পর জোকা ইএসআই হাসপাতালের সম্পূর্ণ ফিট লেখা সার্টিফিকেট আদালতে জমা দেন। এর পাল্টা পার্থর আইনজীবী দেবাশিষ রায় অভিযোগ করেন, ‘তদন্তকারীরা আদালতে সঠিক তথ্য দিচ্ছেন না। ইডি চিকিৎসা সংক্রান্ত যে সার্টিফিকেট জমা করেছে তা জাল। নিম্ন আদালতে কার্বন কপি প্লেস করা হলেও হাইকোর্টে আসল পেনে লেখা।’

তার দাবি, ‘ইডি এসএসকেএমের পরিবর্তে সেনা কম্যান্ড হাসপাতাল বা কল্যানীর এইমসে নিয়ে যাওয়ার জন্য নিম্ন আদালতে যে আবেদন করেছে, আগামীকাল তার শুনানি রয়েছে।’ এরপরই বিচারপতি মন্তব্য করেন, ‘মদন মিত্র, অনুব্রত মন্ডল যখন এসএসকেএমে মেডিক্যাল সার্টিফিকেট করায় তখন ঠিক থাকে! শাসকদলের নেতৃত্বরা প্রভাব খাটিয়ে এসএসকেএম-এ গিয়ে রাজার হালে থাকছেন। সে মদন মিত্র হোক বা পার্থ চট্টোপাধ্যায় বা অনুব্রত মন্ডল হোক, প্রত্যেকেই নিজ নিজ সেফটি জোন হিসেবে বেছে নিচ্ছে এসএসকেএমকে’ এরপর অবশ্য পার্থর আইনজীবী কোনও মন্তব্য করেননি।

এরপরে ইডিকে চিকিৎসার এই প্রস্তাব দেন বিচারপতি চৌধুরী। ইডির আইনজীবী বলেন, ‘তাকে (পার্থ) সর্বোত্তম হাসপাতালে নিয়ে যেতে পারি আমরা। এইমস কল্যাণীতে নিয়ে যাব। সঠিক পরীক্ষা হবে।’ কিন্তু তা বিচারপতি খারিজ করে দেন। তিনি বলেন, ‘কল্যানীর এইমস নিয়ে অনেক অভিযোগ রয়েছে। সেখানে নিয়োগ প্রক্রিয়া নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। আপনি ভুবনেশ্বর এইমসে দেখুন।’

তখন ইডির আইনজীবী জানান, ‘তাদের কোনও আপত্তি নেই।’ শেষে বিচারপতি বলেন, ‘আমি কোথাও নিয়ে যেতে দেব না। সেখানকার চিকিৎসকেরা এখানে আসুন। দিল্লির এআইএমএস হাসপাতালের কার্ডিওলজি, নেফ্রোলজি এবং জেনারেল মেডিসিন বিভাগের বিভাগীয়  প্রধানদের নেতৃত্বে মেডিক্যাল বোর্ড গঠন করে পার্থ চট্টোপাধ্যায়ের স্বাাস্থ্য পরীক্ষা করানো যেতে পারে। আপনিও কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেলকে বলুন।’ এরপর শুনানি শেষ হয়। রাত সাড়ে ৯টার দিকে আদালতের নির্দেশে জানানো হয়েছে, ‘সোমবার ভোরে এসএসকেএম হাসপাতাল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুলেন্সে ভুবনেশ্বর এইমসে নিয়ে যেতে হবে। সঙ্গে যাবেন এসএসকেএমে পার্থর চিকিৎসক এবং আইনজীবী। এইমস ভুবনেশ্বরকে নির্দেশ দেওয়া হয়েছে, কার্ডিওলজি, নেফ্রোলজি, মেডিসিন, এন্ড্রোক্রিনোলজি বিভাগের চিকিৎসক দিয়ে দল তৈরি হবে। যারা পার্থর স্বাস্থ্য পরীক্ষা করবেন।

সোমবার বিকেল ৩ টার মধ্যে এইমস ভুবনেশ্বরকে পার্থর শারীরিক অবস্থার বিষয়ে রিপোর্ট দিতে হবে। রিপোর্টের প্রতিলিপি ইডির কর্মকর্তা, এসএসকেএম হাসপাতাল এবং পার্থর আইনজীবীকে দিতে হবে। ইডির তদন্তকারী কর্মকর্তা পার্থকে কোর্টে হাজির করার জন্য ভার্চুয়াল মাধ্যমের ব্যবস্থা রাখতে হবে।’

/এএ/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা