X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘নবান্ন অভিযানে’ সহিংসতার রিপোর্ট চাইলেন নাড্ডা

রক্তিম দাশ, কলকাতা
১৭ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৮

২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ নবান্ন অভিযানসহ সব রাজনৈতিক সহিংসতার জবাব দেবেন। এমনটাই দাবি করেছে দিল্লি থেকে পশ্চিমবঙ্গে পাঠানো বিজেপির কেন্দ্রীয় কমিটির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। গত বিধানসভা ভোটের পর রাজ্যজুড়ে যেভাবে বিজেপি কর্মী-সমর্থকরা আক্রান্ত হচ্ছেন তা উদ্বেগজনক। দুষ্কৃতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করুক তৃণমূল সরকার– শনিবার তারা এসব কথা বলে গেছেন।

নবান্ন অভিযান ঠেকাতে বিজেপি কর্মী-সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের ব্যবহারের ঘটনা তদন্তে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে তৈরি হওয়া পাঁচ সদস্যের ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’-এর সদস্যরা কলকাতা এসে সরেজমিনে দেখলেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিজেপির নবান্ন অভিযান ছিল। যা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় গঙ্গার দু’পাড়ে। বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটে। এই অভিযানে বহু বিজেপি কর্মী-সমর্থক আক্রান্ত হন বলে অভিযোগ ওঠে গেরুয়া শিবিরের তরফে।

কলকাতা পৌরসভার দীর্ঘদিনের কাউন্সিলর তথা সাবেক ডেপুটি মেয়র মীনাদেবী পুরোহিতের মাথায় পাঁচটি সেলাই লেগেছে। কীভাবে এই ধরনের ঘটনা ঘটলো, কেন এই পরিস্থিতি তৈরি হলো– শনিবার সবকিছু জানতে চান কমিটির সদস্যরা। এই টিমে ছিলেন উত্তর প্রদেশ রাজ্যসভার সাংসদ ব্রিজলাল, লোকসভার সাংসদ কর্নেল রাজ্যবর্ধন সিং রাঠৌর, লোকসভার সাংসদ অপরাজিতা সারেঙ্গি, রাজ্যসভার সাংসদ সমীর ওরাও এবং পঞ্জাবের সুনীল জাখার।

শনিবার সকালে তারা কলকাতা মেডিক্যাল কলেজে নবান্ন অভিযানে জখম বিজেপির কর্মীদের দেখতে যান। তাদের সঙ্গে ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পল। হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মীদের সঙ্গে তারা দেখা করেন এবং কথা বলেন। এরপর তারা যান মীনাদেবী পুরোহিতর বাড়িতে যান। সেখানে অসুস্থ মীনাদেবীর সঙ্গে তারা কথা বলেন।

টিমের সদস্য ব্রিজলাল কড়া ভাষায় তৃণমূল সরকারের সমলোচনা করে বলেন, ‘পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে। চাঁদাবাজির রাজত্ব চলছে। কোটি কোটি টাকা দুর্নীতির খবর প্রকাশ্যে আসছে। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের দুর্নীতি ফাঁস হয়েছে। রাজ্যের মানুষ সবই দেখছে। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে এর উচিত জবাব দেবে সাধারণ মানুষ।’

ব্রিজলালের দাবি, ‘ওপরতলার নির্দেশেই পুলিশ অত্যাচার করেছে। নবান্ন অভিযানে অংশ নেননি, এমন অনেক বিজেপি কর্মীকেও আটক করা হয়েছে।’

পাশাপাশি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘মাথায় গুলি করার’ বির্তকিত মন্তব্য নিয়ে তিনি বলেন, ‘এখানে এক নেতা রয়েছেন, যিনি মুখ্যমন্ত্রীর ভাইপো। তিনি দায়িত্বে থাকলে মাথায় গুলি মারতেন, এটা আমরা বুঝেছি।’

ফ্যাক্ট ফাইন্ডিং টিমের পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে, রবিবারের মধ্যে রাজনৈতিক সহিংসতার রিপোর্ট তৈরি হবে। এটি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাতে তুলে দেবেন তারা।

এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘এখানে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। বারবার আমাদের কর্মীদের ওপর হামলা হচ্ছে, মারা হচ্ছে। গায়ের জোর দেখিয়ে আটকানোর চেষ্টা চলছে। কেন্দ্রীয় সরকার এবং বিজেপি সর্বভারতীয় নেতৃত্বের জানার অধিকার আছে কী চলছে। ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশের একটা রাজ্য পশ্চিমবঙ্গ, এখানে না গণতন্ত্র আছে, না বিরোধীদের কোনও সুরক্ষা, না আন্দোলন করার অধিকার আছে। এসবই সরেজমিনে দেখার জন্য টিম এসেছে। তারা সব জায়গায় যাবে, দেখা করবে, কথা বলবে। রিপোর্ট পার্টিকে দেবে।’

এদিকে, নবান্ন অভিযানে সহিংসতার ঘটনায় রাজ্যে তদন্তে আসা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের রাজনৈতিক পর্যটক হিসেবে আখ্যায়িত করেছে শাসকদল তৃণমূল।

শনিবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘বিজেপির সংসদীয় দল না কি যেন একটা এসেছে, এরা তো রাজনৈতিক পর্যটক। গণ্ডগোল করতে চেয়েছিল, বড় ধরনের গোলমাল করতে চেয়েছিল। পুলিশকে আক্রমণ করেছিল, যাতে পুলিশ প্রতিক্রিয়া দেখায়। অস্থিরতা তৈরি করতে চেয়েছিল, কিন্তু হয়নি। ওদের দল ইচ্ছেমতো ঘুরে বেরিয়ে সমালোচনা করতেই পারেন। উত্তর প্রদেশ বা ত্রিপুরা হলে মেরে বের করে দিত।’

কুণাল আরও বলেন, ‘ওদের অনুরোধ করব, যে পুলিশ কর্মকর্তা আক্রান্ত হয়েছেন, তার বক্তব্য নিন। আহত পুলিশকর্মীদের বক্তব্য নিন। বড়বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলুন।’

আগামী লোকসভা নির্বাচনে রাজনৈতিক সহিংসতার জবাব রাজ্যের মানুষ দেবে বলে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের এমন দাবিকে উড়িয়ে দিয়ে তৃণমূলের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, ‘বিজেপি পশ্চিমবঙ্গে সুবিধা করতে পারবে না। ২০২১ সালের নির্বাচনেই তা দেখেছে মানুষ।’

/এএ/
সম্পর্কিত
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!