X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
অপেক্ষায় পদ্মকর্মীরা, দোলাচলে ঘাসফুল

ডিসেম্বরে পশ্চিমবঙ্গে কী হবে বিজেপির গেমপ্ল্যান?

রক্তিম দাশ, কলকাতা
০৯ ডিসেম্বর ২০২২, ২১:৪৯আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ২১:৪৯

শীতের কলকাতা এখন রাজনৈতিক উত্তাপে গরম। ডিসেম্বরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড়সড় পরিবর্তনে সুকান্ত-শুভেন্দু-দিলীপের বারবার হুঁশিয়ারিতে জোর জল্পনা রাজ্যজুড়ে। চলতি মাসে কী হতে চলেছে গেরুয়া গেমপ্ল্যান–তা জানার অপেক্ষায় রয়েছেন বিজেপি কর্মীরা। অপরদিকে এ নিয়ে দোলাচলে ঘাসফুল শিবির। নিয়োগ দুর্নীতি, গরু আর কয়লা পাচার ইস্যুতে যেভাবে তৃণমূলের মন্ত্রী, বিধায়ক থেকে নেতারা ফাঁসছেন, তার মধ্যে পদ্মশিবিরের এই হুঁশিয়ারিতে যথেষ্ট অস্বস্তিতে শাসকদল। চলতি মাসেই কী পট পরিবর্তন নাকি বড় কোনও সুপার হেভিওয়েটের এবার জেলযাত্রা দেখতে চলেছেন রাজ্যবাসী– তা এখন কোটি টাকার প্রশ্ন।

ডিসেম্বরে ঠিক কী হতে চলেছে? তা খোলাসা না করলেও শুভেন্দু অধিকারী চলতি মাসের তিনটি তারিখের ডেটলাইন ঘোষণা করে জল্পনাকে আরও উসকে দিয়েছেন। জল্পনাকে বজায় রেখেই শুভেন্দু মন্তব্য করেছেন, ‘ডিসেম্বরের ১২, ১৪, ২১ এই তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওয়েট অ্যান্ড ওয়াচ।’

নভেম্বরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, ডিসেম্বরে বড়সড় কিছু ঘটতে চলেছে। যার ধাক্কায় সরকার টলমল হয়ে যাবে। শুভেন্দুর সুরেই সুকান্তও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ডিসেম্বরের ঠান্ডায় এই সরকার ঠকঠক করে কাঁপবে।’

তাদের এই হুঁশিয়ারির জেরেই রাজ্য সরকারের স্থায়িত্ব নিয়ে জল্পনা মাথাচাড়া দেয় রাজনৈতিক মহলে। এই হুঁশিয়ারিকে হালকাভাবে নিচ্ছে না রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস, তা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে পরিষ্কার হয়েছে। তিনি দলের নেতা-কর্মীদের ডিসেম্বর মাস নিয়ে সতর্ক করে বলেছেন, ‘রাজ্যের কোথাও অশান্তি ঘটাতে পারে বিজেপি।’

এই মুহূর্তে বিজেপির ৭০ জন বিধায়ক রয়েছেন। তৃণমূলের সরকার ফেলতে গেলে বিজেপির যে সংখ্যক বিধায়ক রয়েছেন তা থেকেও বেশি সংখ্যক বিধায়ক তৃণমূল থেকে আসতে হবে। পদ্মশিবিরের প্রয়োজন আরও ৭৮ জন বিধায়ক। মহারাষ্ট্রের ফরমুলায় তৃণমূলের থেকে এতো বিধায়ক ভেঙে এনে সরকার গঠন করা অনেকটা কঠিন। যদিও রাজ্যের নির্বাচিত সরকার ফেলে দেওয়ার জল্পনাকে খারিজ করে দিয়েছেন খোদ শুভেন্দু, সুকান্তরা।

শুভেন্দু বলেছিলেন, ‘ডিসেম্বরে বড় ডাকাত ধরা পড়বে।’ শুভেন্দুর এই মন্তব্যকে আরও রাঙিয়ে দিয়েছেন হাইকোর্টের শিক্ষা নিয়োগ দুর্নীতির বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি সম্প্রতি তার একটি পর্যবেক্ষণে বলেছেন, ‘ধেড়ে ইঁদুর ধরা পড়বে। ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব।’

তার এই বক্তব্যের সূত্র ধরে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেছেন, “ডিসেম্বরে ‘ধেড়ে মাথা’ ধরা পড়বে”। বিচারপতির মন্তব্য আর বঙ্গ বিজেপির দাবি সব মিলিয়ে জল্পনা তুঙ্গে উঠছে। এরই মধ্যে গুজরাটে রের্কড ভেঙে জয় পেয়ে শাহ-নাড্ডার হুঙ্কার দিচ্ছেন, ‘এরপরের টার্গেট বাংলা।’

এই বড় ডাকাত, ধেড়ে ইঁদুর বা ধেড়ে মাথার কথা সামনে আসার পর প্রশ্ন উঠছে তাহলে কী চলতি মাসেই শাসকদলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে চলা তদন্তে বড়সড় কোনও অঘটন ঘটতে চলেছে? যদিও এই কৌতুহলের মধ্যে আবার দিলীপ ঘোষ বলেছেন, ‘ডিসেম্বরে কী হয়? গুড় হয়, নলেন গুড় হয়। আমায় জিজ্ঞেস করলে আমি একথাই বলব।’

শুভেন্দুর ঘোষণা করা তিনটি দিনের মধ্যে ১২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার হাজরায় জনসভা, ১৪ ডিসেম্বর পশ্চিম বর্ধমানে জনসংযোগ ও শীতবস্ত্র বিলি এবং ২১ ডিসেম্বর কাঁথিতে জনসভা করবেন বলে জানা গেছে। আপাতত নিরীহ অনুষ্ঠান হলেও এই দিনগুলোর কী তাৎপর্য হতে চলেছে তা এখনও স্পষ্ট নয় কোনও মহলের কাছেই। দিলীপ ঘোষ হালকা ছলে এ নিয়ে বললেও বিষয়টি হালকা নয় বলেই ধারণা করছে রাজনৈতিক মহল। কারণ, সুকান্ত-শুভেন্দুদের কাছে কোনও নির্দিষ্ট তথ্য না থাকলে তারা এভাবে বারবার ডিসেম্বরের ইঙ্গিত দিতেন না। আর এই ইঙ্গিত যদি না ফলে তাহলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানে দু’জনের বিশ্বাসযোগ্যতা নিয়ে  প্রশ্ন উঠবে। যা তাদের রাজনৈতিক ক্যারিয়ারকেও প্রশ্নবিদ্ধ করবে।

/এএ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!