X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পঞ্চায়েতে বিজেপির নজরে হিন্দু বামপন্থীরা

রক্তিম দাশ, কলকাতা
০৯ জানুয়ারি ২০২৩, ২২:২৫আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ২২:২৫

আনুষ্ঠানিকভাবে কখনোই রাম-বামের জোট সম্ভব নয়–একথা ভালোভাবে জানেন মুরলীধর সেন লেনের নেতারা। কিন্তু তাতে কী? পশ্চিমবঙ্গে তৃণমূলকে ঠেকাতে স্থানীয় পর্যায়ে যেভাবে বামকর্মী-সমর্থকরা জোট গড়ে সমবায় ভোটে লড়ছেন তাতেই আশাবাদী গেরুয়া শিবির। আর তারপর নন্দীগ্রামে শহীদ দিবসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর স্বীকারোক্তি, ‘হিন্দু বামপন্থীদের ভোট ছাড়া নন্দীগ্রামে তিনি জিততে পারতেন না’, আরও জল্পনা উসকে দিয়েছে। পঞ্চায়েতের লড়াইয়ে ‘আগে রাম পরে বাম’ তত্ত্বকে সামনে রেখেই এখন বিজেপির নজরে হিন্দু বামপন্থীরা। 

শুভেন্দুর গড়ে ‘রাম-বাম’ অলিখিত জোটের সফল প্রয়োগ দেখা গেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে। বিজেপি-বাম জোট করে তৃণমূলকে হারিয়ে সমবায় সমিতি দখল করেছিল। আর তারপরেই রাজ্যজুড়ে শুরু হয়েছে তৃণমূলকে ঠেকাতে নন্দকুমার মডেল। শুধু তাই নয়, মোদির ছবি হাতে সিপিএম সমর্থকারা লাল ঝাণ্ডা কাঁধে নিয়ে বিজেপির সঙ্গে মিছিলের ছবিও দেখা গেছে। সমবায় ভোট হলেই প্রায় সর্বত্র বাম-বিজেপি এক জোট হয়ে লড়ছে। উনিশের মতোই বাম ভোট ফের গেরুয়া শিবিরের পক্ষে আসার এই সম্ভাবনায় মুরলীধর সেন লেনের কর্তারা খুশি হলেও প্রমোদ গুনছে সিপিএম। এ নিয়ে সিপিএমের রাজ্য নেতৃত্বের তরফে কড়া হুঁশিয়ারি দেওয়া হলেও নিচুতলার নেতা-কর্মীরা তাতে আমল দিচ্ছেন না। রবিবার ফের দিঘায় দলীয় কর্মীদের এ নিয়ে সূর্যকান্ত মিশ্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যদি কেউ মনে করেন যে, বিজেপিকে দিয়ে তৃণমূলকে হটানো যাবে বা উল্টো দিকেও কিছু আছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে রুখতে হবে, এই রকম কেউ থাকলে লাল ঝাণ্ডার পার্টিতে তার জায়গা নেই। জায়গা থাকবে না। এটা বার্তা ছড়িয়ে দিতে হবে সব জায়গায়।’

কিন্তু কে শুনছে কার কথা! স্থানীয় পর্যায়ে মানুষ জোট বাঁধছে। তৃণমূলকে হারাতে তারা বিজেপির সঙ্গে জোট করতেও পিছপা নন তা বুঝিয়ে দিচ্ছেন আলিমুদ্দিনের নেতাদের। বিজেপির একরাজ্য নেতা বলেন, ‘বামপন্থী মুসলিম ভোট আমরা না পেলেও তৃণমূলের বিরুদ্ধে বাম হিন্দু ভোট ব্যাংক আমাদের সঙ্গে চলে আসতে শুরু করেছে। এটা আটকাতে পারবেন না আলিমুদ্দিনের নেতারা।’

শুভেন্দুর বামপন্থীদের ভোট পাওয়ার কথা স্বীকার করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘নন্দীগ্রামে এক সময় যারা সিপিএমকে ভোট দিতেন তারা আমাদের সঙ্গে এসেছেন। বহু জায়গাতেই এসেছেন। এই জন্য আমরা জিতেছি। এটা তো উনি ভালো করে জানেন কারা-কারা এসেছেন। এটা ঠিক ওখানকার মুসলিম ভোট তৃণমূলের দিকে গেছে। বেশিরভাগ হিন্দু ভোট বিজেপির দিকে এসেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পেরেছি।’

মুরলীধর সেনে লেনের কর্তারা মনে করছেন রাজ্যের হিন্দু ভোটের সিংহভাগ যদি বিজেপির দখলে আসে পক্ষান্তরে তৃণমূলের পক্ষে থাকা একচেটিয়া মুসলিম ভোটে যদি সিপিএম ও পিরজাদার আব্বাসের দল আইএসএফ ফাটল ধরাতে পারে তাহলে পশ্চিমবঙ্গে পরিবর্তন আনা সম্ভব। আর সেকারণেই হিন্দু বামপন্থীদের ভোটকে টার্গেট করেছেন তারা। এতদিন বিষয়টা সেভাবে না বললেও শুভেন্দুর স্বীকারোক্তির মধ্য দিয়ে প্রকাশ্যে জোড়েসোড়ে বলা শুরু করেছে গেরুয়া শিবির। শুভেন্দু এর আগেও বারবার তৃণমূলকে হারাতে বিপক্ষে বৃহৎ শক্তি হিসেবে বিজেপিকে ভোট দিতে বামকর্মী-সমর্থকদের কাছে আবেদন করেছেন। শুধু তাই নয়, দলের অভ্যন্তরেও এ নিয়ে জোর সওয়াল তিনি করেছেন– এমনটাই সূত্রের খবর। তিনি বার বার বোঝাতে চাইছেন, তৃণমূলকে হারাতে গেলে মেরুকরণে রাজনীতি করতে হবেই। সেক্ষেত্রে বাম ভোটকে রামে আনতে হবেই। তাই তিনি প্রতিটি জনসভায় হিন্দুত্বের পক্ষে সওয়াল করছেন। মঠ-মন্দির-হরিসভায় চলে যাচ্ছেন। এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

রাজনৈতিক মহলের একাংশের মতে, নিয়োগ, আবাস যোজনাসহ একাধিক দুর্নীতি,কয়লা-গরু-বালি পাচারের বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে আসন্ন পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে জেতা যাবে না। কারণ তিনবার পর পর ক্ষমতায় থাকার কারণে বুথ পর্যায় পর্যন্ত তৃণমূলের শক্তিশালী সংগঠন রয়েছে। আর তার সঙ্গে রয়েছে প্রশাসনিক ক্ষমতা। যার মোকাবিলা করতে গেলে শুধু বিজেপি কর্মীদের দিয়ে হবে না। শাসকের বিরুদ্ধে ক্ষোভকে কাজে লাগিয়ে বামকর্মী-সমর্থকদের সঙ্গে আনতে হবে, তাদের সঙ্গে জোট বেঁধেই তৃণমূলকে উৎখাত করা যেতে পারে বলেই মনে করছেন শুভেন্দুর মতো গেরুয়া শিবিরের নেতারা। আর সেই কারণেই বাম ভোটকে রামে আনতেই প্রকাশ্যেই শুভেন্দু-দিলীপরা নিচুতলার বামকর্মী-সমর্থকদের হিন্দুত্বকে জাগিয়ে তুলতে সচেষ্ট হয়েছেন।

 

/এএ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!