X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ভারতে মাঠেই মৃত্যু বাংলাদেশি ফুটবলারের

রক্তিম দাশ, কলকাতা
২২ জানুয়ারি ২০২৩, ২১:১৪আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ২১:৪১

ভারতের জলপাইগুড়িতে ভেটেনার্স ফুটবল টুর্নামেন্ট চলাকালীন মারা গেছেন হানিফ রশিদ ডাবলু নামের বাংলাদেশি ফুটবলার। ঢাকার সোনালি অতীত ক্লাবের হয়ে তিনি খেলায় অংশ নিয়েছিলেন। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। রেখে গেছেন স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে।

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের গয়েরকাঁটা হাই স্কুল মাঠে ২২ ও ২৩ জানুয়ারি গ্রিন ল্যান্ড ডুয়ার্স ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় ভেটেনার্স ফুটবল টুর্নামেন্ট। অন্যতম আয়োজক উত্তম বিশ্বাস জানান, প্রতিযোগিতায় প্রথম দিনে রবিবার (২২ জানুয়ারি) খেলা ছিল বাংলাদেশ সোনালি অতীত ক্লাবের সঙ্গে মালদা দলের। চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। হঠাৎ অসুস্থ হয়ে মাঠে পড়ে যান ডাবলু।

হানিফ রশিদ ডাবলু। ফাইল ছবি

অভিযোগ উঠেছে, আন্তর্জাতিক মানের এমন ম্যাচে মাঠে ছিল না কোনও অ্যাম্বুলেন্স, প্রাথমিক চিকিৎসার মতো মেডিক্যাল টিম। তাৎক্ষণিকভাবে আয়োজক ও খেলোয়াড়রা মাঠে প্রাথমিক চিকিৎসা দেন। পরে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তার।

বাংলাদেশের অধিনায়ক আরমান জানান, ডাবলুর বয়স ৫৬। তার বাড়ি রাজধানীর আরামবাগ এলাকায়। স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে। একসময় ভালো ফুটবলার ছিলেন ডাবলু।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। ময়নাতদন্তের পরই ঘটনার কারণ জানা যাবে। রবিবার খেলা বন্ধ করে দেন আয়োজকরা। ঘটনা তদন্ত করে দেখার কথা জানিয়েছে পুলিশ।

কমিটির অন্যতম উদ্যোক্তা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্যা মিতালী রায় বলেন, 'তিনি ঘটনাস্থলে গেছেন। রাজ্য সরকার পাশে আছে।'

জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কুমার দত্ত বলেন, 'খেলা দেখার জন্য আমাকে ফোনে আমন্ত্রণ জানানো হয়েছিল। খুবই দুঃখজনক ঘটনা। তারা বাইরে থেকে খেলতে এসেছে। শুনেছি মাঠে অ্যাম্বুলেন্স না থাকার বিষয়। আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অ্যাম্বুলেন্স, প্রাথমিক মেডিক্যাল ইউনিট রাখা দরকার ছিল আয়োজকদের।'

ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেন, ভেটেনার্স খেলোয়াড়দের নিয়ে বানারহাটের ক্লাব ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলা শুরু হলে মাঠেই অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের এক খেলোয়াড়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

/এলকে/টিএ/এমওএফ/
সম্পর্কিত
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন