X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১
আতিক আহমেদ হত্যাকাণ্ড

কোনও মাফিয়া আর হুমকি দিতে পারবে না: যোগী

আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল ২০২৩, ১০:০৯আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১২:৫০

কোনও মাফিয়া বা সন্ত্রাসী এখন থেকে উত্তর প্রদেশের শিল্পপতিদের মুঠোফোনে হুমকি দিতে পারবে না বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্প্রতি রাজ্যের সাবেক সংসদ সদস্য আতিক আহমেদ ও তার ভাই টিভি লাইভে প্রকাশ্যে খুন হওয়ার পর এমন বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। যদিও আতিকের নাম উল্লেখ করেননি যোগী।

উত্তর প্রদেশের গ্যাংস্টার হিসেবে পরিচিত ছিলেন সাবেক সংসদ সদস্য আতিক আহমেদ ও তার ভাই। কয়েকদিন আগে সাংবাদিক ও পুলিশের সামনে প্রকাশ্যে নির্মমভাবে সন্ত্রাসীদের হাতে খুন হতে হয়েছে। এভাবে প্রকাশ্যে হত্যাকাণ্ডে ভারতজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তুমুল সমালোচনার ঝড় বইছে। সাধারণ মানুষ বলছেন, আতিক আহমেদ শতাধিক ফৌজধারী অপরাধের আসামি হতে পারে, তাই বলে নিরাপত্তা বাহিনীর সামনেই এভাবে খুন হতে হবে? দেশজুড়ে যখন আলোচনা-সমালোচনার ঝড় বইছে, এর মধ্যে আগুন ঘি ঢাললেন মুখ্যমন্ত্রী যোগী।

মুখ্যমন্ত্রী লখনৌ ও হারদোই জেলায় টেক্সটাইল পার্ক স্থাপনের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করার জন্য এক অনুষ্ঠানে বক্তব্য দিতে সেখানে যান। তিনি বলেন, কোনও মাফিয়া বা সন্ত্রাসী শিল্পপতিদের জন্য আর হুমকি হয়ে দাঁড়াবে না। তার বক্তব্য শেষ না হতেই কড়তালি দিতে দেখা যায় উপস্থিতদের।

যোগী আরও বলেন, উত্তরপ্রদেশ দাঙ্গার জন্য কুখ্যাত ছিল। শুধু অনেক জেলার নাম শুনলেই মানুষ ভয় পেত। এখন ভয় পাওয়ার প্রয়োজন নেই।

এখন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি ব্যাপকভাবে বদলে গেছে দাবি করে যোগী আদিত্যনাথ বলেন, আগে উত্তর প্রদেশে দাঙ্গা ছিল নিয়মিত ঘটনা। এখন পুরোপুরি বন্ধ। সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের সময়ের সমালোচনা করে আদিত্যনাথ বলেন, ২০১২ থেকে ২০১৭ সালে রাজ্যে ৭০০ দাঙ্গা হয়েছিল। ২০১৭ সালের পর একটা দাঙ্গা কোথাও হয়নি। এক জায়গাতেও কারফিউ জারি করতে হয়নি। উত্তর প্রদেশ বিনিয়োগের সেরা জায়গা।

শনিবার প্রয়াগরাজে শিকলে বেঁধে হাতকড়া অবস্থায় হাজত থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল আতিক ও তার ভাই আশরাফকে। পুলিশ কনস্টেবলের সঙ্গে তারা যখন হাঁটতে শুরু করেন, সে সময় সাংবাদিক ছদ্মবেশে ছিলেন বন্দুকধারীরা। হাতকড়া অবস্থায় পুলিশ হেফাজতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন উত্তর প্রদেশের সাবেক সংসদ সদস্য আতিক ও তার ভাই আশরাফ। লাইভ চলাকালীন একটি বন্দুক তার মাথার কাছে ধরে হামলাকারী। তখনই গুলি চালানো হয়। গুলিবর্ষণের পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার সাদা পাগড়িটি মাথা থেকে আলাদা হয়ে যায়। তার ভাইও নিহত হন। সূত্র: এনডিটিভি, বিবিসি

/এলকে/
সম্পর্কিত
ব্রিটেনে এক পাউন্ডে ১৫০ টাকা, আবার দরপতন
সীমান্তে চাপ বাড়াচ্ছে রাশিয়া, খারকিভ সফরে জেলেনস্কি
গাজায় যুদ্ধবিরতির উদ্যোগ এড়িয়ে যাচ্ছে ইসরায়েল: মিসর
সর্বশেষ খবর
উত্তর আমেরিকা চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
উত্তর আমেরিকা চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা