X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

প্রেমের টানে অবৈধভাবে ভারতে এসে গ্রেফতার বাংলাদেশি নারী

রক্তিম দাশ, কলকাতা
২৭ অক্টোবর ২০২৩, ১৯:৫০আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১৯:৫০

প্রেমের টানে ভারতের ত্রিপুরা রাজ্যে অবৈধভাবে প্রবেশ করে ফাতেমা নুসরাত নামের এক বাংলাদেশি নারী গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার ফুলবাড়ি থেকে ত্রিপুরা পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, বাংলাদেশি নাগরিক ফাতেমা নুসরাত দিন ১৫ আগে অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার ফুলবাড়ি এলাকা এসেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দা নূর জালালকে বিয়ে করতে ফতেমা বাংলাদেশ থেকে এসেছিলেন। ফুলবাড়ি থেকেই ফাতেমাকে গ্রেফতার করা হয়েছে। নূর জালাল পলাতক।

স্থানীয় সূত্রে জানা গেছে, নূর জালাল পেশায় স্বঘোষিত কবিরাজ (আয়ুর্বেদ প্র্যাকটিশনার) এবং বিবাহিত। তিনি মাঝে-মধ্যে বাংলাদেশের মৌলভীবাজারে যেতেন। সেখানেই ফাতেমার সঙ্গে তার পরিচয় হয়। ধীরে-ধীরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর প্রেমকে স্বীকৃতি দিতে, নূরকে বিয়ে করে তার সঙ্গে সংসার করতে ফাতেমা কাঁটাতার পেরিয়ে এদেশে আসতেও পিছপা হননি।

ধর্মনগরের এসডিপিও দেবাশিস সাহা বলেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা ওই নারীর নাম ফাতেমা নুসরাত। তিনি ১৫ দিন আগে নূরকে বিয়ে করতে অবৈধভাবে ধর্মনগরে আসেন বলে অভিযোগ রয়েছে। নূর ও ফতেমা দুজনেই ফুলবাড়িতে থাকছিলেন। সম্প্রতি খবর পেয়ে বৃহস্পতিবার ফাতেমাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে, নূর জালাল পালিয়ে গেছেন।

 

/এএ/
সম্পর্কিত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
সর্বশেষ খবর
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ