X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শুরু হলো কলকাতা আন্তর্জাতিক বইমেলা

রক্তিম দাশ, কলকাতা
১৯ জানুয়ারি ২০২৪, ০০:১৪আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০০:১৪

ঐতিহ্যবাহী ৪৭তম কলকাতার আন্তর্জাতিক বইমেলায় উদ্বোধন হলো বৃহস্পতিবার কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বইমেলার কাঠের হাতুড়ি ৪৭টি বার ঠুকে উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম, রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, দোলা সেনসহ বিশিষ্ট জনেরা। এছাড়া বিভিন্ন দেশ থেকে আসা অতিথিরা উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে।

এদিন থেকে সবার জন্য মেলার দ্বার খুলে দেওয়া হলো। বইপ্রেমীদের জন্য এই উৎসব চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। এবারের বইমেলায় অন্যতম আকর্ষণ বাংলাদেশের প্যাভিলিয়ন।

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বইমেলা উদ্বোধনের পর বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করা হয়। ফিতে কেটে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ে মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ, বাংলাদেশ সাহিত্য একাডেমীর মহাপরিচালক মহম্মদ নুরুল হুদা, কলকাতাস্থ বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, কবি ও সাহিত্যিক সুবোধ সরকারসহ বিশিষ্ট জনেরা।

উদ্বোধনের পর সমগ্র বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখেন সংস্কৃতি বিষয়ে মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ। তিনি বলেন, আমরা ভারত সরকারকে বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। এত বড় একটা আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। বাংলাদেশে সরকারি ও বেসরকারি ছোট-বড় মিলিয়ে ৪৫টি স্টল এসেছে। আমাদের বাংলা বইয়ের একটা প্রচার দরকার ছিল যা এই আন্তর্জাতিক বইমেলায় থেকে হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলা বইয়ের যে মাধুর্য ও প্রাচুর্য সেটা কিন্তু বাংলাদেশের বইয়ে রয়েছে। এখানে যে প্রকাশক রয়েছে এরা কিন্তু অনেক উন্নত মানের। বাংলাদেশে যে প্রকাশনা শিল্প গড়ে উঠেছে সেটা বিশ্বমানের। একবারে আটটি রঙের বই ছাপতে পারে তারা। 

শুরু হলো কলকাতা আন্তর্জাতিক বইমেলা

বাংলাদেশের বই কলকাতায় সেভাবে পাওয়া যায় না।এই প্রশ্নের উত্তরে বাংলাদেশে সাহিত্য একাডেমীর মহাপরিচালক মহম্মদ নুরুল হুদা বলেন, বাংলাদেশের বাংলা একাডেমী থেকে প্রায় ২০ বছর আগে আমরা সেই উদ্যোগটা নিয়েছিলাম। নয়া উদ্যোগ নামে একটি প্রতিষ্ঠান এই কাজটি করেছিল এবং তার সহযোগী ছিল বাংলাদেশের অনেকেই। সাধারণত আমি দেখেছি বাংলাদেশের প্রকাশকরা পশ্চিমবঙ্গের লেখকদের বই বাংলাদেশে নিয়ে যায়। কিন্তু পশ্চিমবঙ্গের প্রকাশকরা বাংলাদেশের বই এখানে সেইভাবে আনেন না।

তিনি আরও বলেন, এখানে একটা অসমতা রয়ে গেছে। যদি দুই দেশের প্রকাশকরা দুই দেশের বই আদান-প্রদান করেন তাহলে এই সমস্যার সমাধান খুব সহজে হয়ে যাবে।

বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করে কলকাতাস্থ বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, যে কোনও মানুষ যখন বইমেলায় আসে তার অনুভূতিটা সবসময় অন্য ধরনের হয়। আজকের বইমেলার অনুভূতিটা অনেক বেশি, আজকে শুধু আমরা পাঠক হিসেবে নয় আয়োজক সমন্বয়ের একটা ভূমিকা আছে। বাংলাদেশের প্রকাশনা খুব আগ্রহের সঙ্গে এই আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণ করে।

কলকাতার আন্তর্জাতিক বইমেলায় প্রথম দিনে বাংলাদেশ প্যাভেলিয়নে ভীড় ছিল চোখে দেখার জন্য। প্যাভিলিয়নের ভেতরে বাংলাদেশের প্রকাশনা স্টলে উপচে পড়েছিলেন বইপ্রেমীরা।

কলকাতা বইমেলায় ৩২০০ স্কয়ার ফুটের বাংলাদেশ প্যাভিলিয়নে ১০টি সরকারি ও ৩৫ টি বেসরকারি বুক স্টল রয়েছে । ইউনেস্কো ঘোষিত মানবিক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত রিকশা ও রিকশা চিত্র দিয়ে সাজানো হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন। এই মেলায় অংশ নেওয়া সরকারি সংস্থা, গণগ্রন্থাগার অধিদফতর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর, প্রত্নতত্ত্ব, বাংলাদেশ শিশু একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র, বাংলা একাডেমী, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, কবি নজরুল ইনস্টিটিউট এবং ইসলামিক ফাউন্ডেশন। আগামী শনিবার ২০ জানুয়ারি বইমেলায় পালিত হবে বাংলাদেশ দিবস।

/এএ/
সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ