X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ইইউ ছাড়লে যুক্তরাজ্য থেকে বিনিয়োগ গুটিয়ে নেবে জাপান

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩১

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্য বেরিয়ে গেলে (ব্রেক্সিট) দেশটি থেকে বিনিয়োগ গুটিয়ে নেওয়ার হুমকি দিয়েছে এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ জাপান। জি২০ সম্মেলন শুরু হওয়ার আগে চীন এবং জাপানের এক যৌথ প্রতিবেদনে এ হুমকির কথা উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জি২০-এর অন্তর্ভূক্ত অন্যতম দুটি বড় অর্থনৈতিক দেশ চীন ও জাপান সরকার ব্রেক্সিট বিষয়ে একটি টাস্কফোর্স গঠন করেছে। এ টাস্কফোর্সই ১৫ পৃষ্ঠার এক প্রতিবেদনে বিনিয়োগ সরিয়ে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রিপোর্টটি প্রকাশ করা হয়।

ওই প্রতিবেদনে অবশ্য সব ধরনের বিনিয়োগের কথা বলা হয়নি। শুধু ফার্মাসিউটিক্যালস ও আর্থিক খাতের কথা গুরুত্ব দিয়ে বলা হয়েছে। জাপান সরকারের প্রত্যাশা, এ বিনিয়োগ ঠিকমতো সরিয়ে নিতে যুক্তরাজ্য সরকার সহযোগিতা করবে।

ব্রেক্সিটের পক্ষে গণভোটের রায় ও প্রধানমন্ত্রীর পদ থেকে ডেভিড ক্যামেরনের পদত্যাগের পর আশঙ্কা করা হচ্ছিল বেশ সংকটে পড়বে যুক্তরাজ্যের অর্থনীতি। তবে বেশ কিছুদিন পার হলেও পরিস্থিতি যতো খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছিল তেমন হয়নি। যদিও রবিবার বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন, ব্রেক্সিটের ফলে যুক্তরাজ্যের অর্থনীতিকে ভুগতে হবে।

ব্রেক্সিটের পক্ষে গণভোটের রায়ের পরেই জুলাই মাসে এ টাস্কফোর্স গঠন করা হয়।

চীনে অনুষ্ঠিতব্য জি২০ সম্মেলনে উপস্থিত হওয়া জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, টাস্কফোর্স গঠনের পর তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে বেসরকারি খাতের উদ্বেগের বিষয়টি পর্যালোচনা করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জাপানের আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি নিশান মোটরের মতো কোম্পানিগুলো যুক্তরাজ্যকে তাদের ইউরোপীয় সদর দফতর হিসেবে বিবেচনা করে। ইউরোপীয় ইউনিয়েনে জাপানের বিনিয়োগের প্রায় অর্ধেক যুক্তরাজ্য থেকেই নিয়ন্ত্রণ করা হয়েছে। ইইউজুড়ে এসব কোম্পানির অবাধ যাতায়ত ছিলো। ইউরোপে তারা প্রায় সাড়ে চার লাখ কর্মসংস্থান সৃষ্টি করেছে। সূত্র: রয়টার্স

/এএ/বিএ/

 

সম্পর্কিত
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে