X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ইসরায়েলের চাপে গাজায় হামলার শিরোনাম পাল্টে তোপের মুখে বিবিসি

বিদেশ ডেস্ক
১১ আগস্ট ২০১৮, ১৬:৪১আপডেট : ১১ আগস্ট ২০১৮, ১৭:৩০

অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের খবর প্রকাশ নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সমালোচকরা বলছেন, ইসরায়েলি চাপের কাছে নতি স্বীকার করে সংবাদমাধ্যমটি পক্ষপাতিত্বের প্রমাণ দিয়েছে।

ইসরায়েলের চাপে গাজায় হামলার শিরোনাম পাল্টে তোপের মুখে বিবিসি

গত বুধবার বিবিসি গাজায় ইসরায়েলি বিমান হামলার খবর প্রকাশ করলে সেটির শিরোনাম নিয়ে কঠোর সমালোচনা করে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া ব্রিটিশ ইহুদিদের বোর্ড অব ডেপুটিসও এর কঠোর সমালোচনা করে। মধ্যপ্রাচ্যের খবর পর্যবেক্ষণকারী ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ওই গ্রুপটি বর্তমানে বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিনের ‘ইহুদিবিদ্বেষ বিরোধী’ সংজ্ঞায়ন নিয়ে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে।

বিবিসির শিরোনামে লেখা হয় ‘ইসরায়েলি বিমান হামলায় ‘নারী ও শিশু নিহত’’’। বুধবার রাতের ওই ঘটনায় গর্ভবতী এক নারী ও দুই শিশু নিহত হয়। বিবিসির ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমানুয়েল নাশোন বিবিসির কঠোর সমালোচনা করে তাৎক্ষণিকভাবে তা সরিয়ে ফেলার আহ্বান জানান। টুইটার বার্তায় তিনি লেখেন, ‘এই শিরোনাম বাস্তবতার ভুল উপস্থাপন। ইসরায়েলিরা হামাসের লক্ষ্যবস্তু হয় আর আইডিএফ (ইসরায়েলের সামরিক বাহিনী) তাদের রক্ষায় পদক্ষেপ নেয়। দ্রুত বদল করুন।’ শিরোনামের সমালোচনায় যোগ দেয় বোর্ড অব ডেপুটিসও। বিবিসির শিরোনামকে ভয়ানক আখ্যা দেয় তারা। তারা জানায়, এর বিরুদ্ধে তারা একটি অভিযোগ দায়ের করছে জানিয়ে অন্যদেরও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

এসব অভিযোগের কিছুক্ষণের মধ্যেই বিবিসি তাদের শিরোনাম পুরোপুরি পাল্টে ফেলে। বদলে ফেলা ওই শিরোনামটি ছিল ‘‘ইসরায়েলে রকেট আঘাতের পর গাজায় বিমান হামলায় ‘নারী ও শিশু নিহত’’’।

শিরোনামের এই নাটকীয় পরিবর্তন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মনোযোগ আকর্ষণ করে। বিদেশি একটি রাষ্ট্রের নির্দেশনায় বিবিসির শিরোনাম বদলানোর ঘটনায় অনেকেই বিস্ময় প্রকাশ করেন। ব্রিটিশ ভাষ্যকার ওয়েই জোনস টুইটারে লেখেন, ‘ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় চাইলো আর বিবিসি শিরোনাম বদলে ফেললো। বিস্ময়কর!’

আবার অনেকেই কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ‘দ্য লবি’ ডকুমেন্টারি উদ্ধৃত করে যুক্তরাজ্যে ইসরায়েলি লবির প্রভাবের দিকে ইঙ্গিত করেন। ওই ডকুমেন্টারিতে লেবার পার্টির অভ্যন্তরের কয়েকটি গ্রুপকে ইসরায়েলের সহায়তা দেওয়ার তথ্য উন্মোচন করা হয়েছে। এসব গ্রুপগুলোই ইসরায়েলের স্বার্থ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে বিবিসির এক মুখপাত্র বলেছেন, প্রথম শিরোনামটি যদিও ভুল কিছু ছিল না তবুও আমরা বাড়তি তথ্য দিতে এটি আপডেট করেছি।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
সর্বশেষ খবর
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী