X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আরব বিশ্বের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী রায়া হাফার আল হাসান

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৮
image

লেবানন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে রায়া হাফার আল হাসানের। এর মাধ্যমে আরব বিশ্ব পেতে যাচ্ছে প্রথম কোনও নারী স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি ২০০৯-২০১১ মেয়াদে লেবাননের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।  রায়া আল হাসান ছাড়াও লেবাননের মন্ত্রী পরিষদে ঠাঁই হয়েছে আরও তিন নারীর। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, এর মাধ্যমে লেবাননের পরুষ সংখ্যাগরিষ্ঠতা থাকা রাজনৈতিক মঞ্চে বাড়ল নারীর দৃষ্টিগ্রাহ্য উপস্থিতি। রায়া হাফার আল হাসান
লেবাননে গঠিত নতুন সরকারে এবার মোট চার জন নারীকে মন্ত্রী পদে নিয়োগ দেওয়া হবে। এ সংখ্যা লেবাননের ইতিহাসে সর্বোচ্চ। গত সরকারের মাত্র একজন নারী মন্ত্রী পদে ছিলেন। রয়টার্স জানিয়েছে, সেই সরকারের নারী বিষয়ক মন্ত্রীও ছিলেন একজন পুরুষ।
রায়া মন্তব্য করেছেন, ‘বিশ্বের বহু দেশেই স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী পদে নারীরা কাজ করেছেন এবং সাফল্যের স্বাক্ষর রেখেছেন। আরব বিশ্বের জন্য এমন পদে কোনও নারীর নিয়োগ নতুন ঘটনা হলেও আমি আশা করি, বিশ্বের অন্যান্য স্থানে নারীরা যেমন সফলতা পেয়েছেন এক্ষেত্রে তারই পুনরাবৃত্তি হবে।’
৩০ সদস্যের মন্ত্রীপরিষদে রায়া ছাড়াও আরও যে তিন জন নারী নিয়োগ পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন জ্বালানি মন্ত্রী, প্রশাসনিক উন্নয়ন মন্ত্রী এবং নারী ও তরুণদের ক্ষমতায় বিষয়ক মন্ত্রী। রয়টার্স লিখেছে, লেবাননের সামাজিক ও ব্যক্তিগত জীবনে ধর্মীয় অনুশাসনের প্রভাব থাকলেও সেখানকার সমাজে নারীকে প্রকাশ্যে বিভিন্ন পদে দায়িত্ব পালন করতে দেখা যায়। বিয়ে, সম্পদের বণ্টনের মতো বিষয়ে ধর্মীয় বিধান মেনে চলতে হলেও দেশটি আরব অঞ্চলের বাকি দেশগুলোর তুলনায় উদারপন্থী হিসেবে পরিচিত।
লেবাননে ধর্ষণের শিকার নারীকে বিয়ে করলে ধর্ষকের শাস্তি মওকুফের আইন বাতিল হয়ে গেছে। কিন্তু এখনও দেশটিতে  অপ্রাপ্তবয়স্কদের বিয়ে দেওয়া ও স্ত্রীকে ‘ধর্ষণের’ বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করতে আইন পাস হয়নি। প্রশাসনিক উন্নয়নমন্ত্রী মে শাদিয়াক মন্তব্য করেছেন, ‘যেখানে আন্তর্জাতিক বিশ্ব লৈঙ্গিক সমতা নিশ্চিতে এগিয়ে যাচ্ছে সেখানে লেবানন এখনও পুরুষতান্ত্রিক প্রাচীন আইন নিয়ে বসে আছে। এভাবে চললে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারব না।’
অন্যদিকে নারী ও তরুণদের ক্ষমতায়নের দায়িত্ব পাওয়া  মন্ত্রী ভায়োলেট সাফাদি মন্তব্য করেছেন, ‘লেবানন একটি পুরুষতান্ত্রিক সমাজ। গুরুত্বপূর্ণ পদগুলোতে, বিশেষ করে সংসদ ও সরকারে, নারীদের অবস্থান অত্যন্ত কম। আমি মনে করি,  আমরা সেই বাধা অতিক্রম করতে সক্ষম হয়েছি।’
জ্বালানি মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন,  নারা বোস্তানি খৌরি। তিনি লেবাননের মন্ত্রী পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য। এর আগে তিনি জ্বালানি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে কাজ করেছেন।

/এএমএ/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?