X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে উপসাগরীয় সম্মেলনে যোগ দেননি কাতারের আমির

বিদেশ ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৯, ০০:২১আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ০০:২৩

সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হয়েছে ৪০তম উপসাগরীয় সম্মেলন। মঙ্গলবার শুরু হওয়া এই সম্মেলনে অংশ নেননি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তার পরিবর্তে দেশটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানি। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, রিয়াদ বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

কাতারের আমির

কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা’র খবরে বলা হয়েছে, আমির রিয়াদে না যাওয়ায় কাতার ও সৌদি আরবের মধ্যে চলমান সংকট নিরসনের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে।

২০১৭ সালের জুনে উপসাগরীয় দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। দোহার বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও মুসলিম ব্রাদারহুডের মতো বিরোধী রাজনৈতিক দলকে সমর্থন দেওয়ার অভিযোগ এনে দেশটির ওপর স্থল, নৌ ও আকাশ পথে অবরোধ আরোপ করে দেশগুলো। তবে কাতার এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়।

সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত উপসাগরীয় সম্মেলনে দোহা যোগ দেওয়ার ঘোষণা দিলে ৩০ মাস ধরে চলা ওই নিষেধাজ্ঞা অবসানের ইঙ্গিত জোরালো হয়। তবে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ওই সম্মেলনে যোগ না দেওয়ায় সেই সম্ভাবনা কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

সর্বশেষ ২০১৭ সালে কুয়েতে অনুষ্ঠিত উপসাগরীয় সম্মেলনে যোগ দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ওই সম্মেলনে রিয়াদ ও তার মিত্ররা অপেক্ষাকৃত কম পদমর্যাদারা প্রতিনিধি পাঠায়। এর আগে এই বছরের মে মাসে সৌদি আরবে কাতারের প্রধানমন্ত্রী বেশ কয়েকটি ধারাবাহিক আলোচনায় অংশ নেন। প্রায় দুই বছরের অবরোধের মধ্যে এটিই ছিল সর্বোচ্চ পর্যায়ের আলোচনা।

গত সপ্তাহে রোমে এক সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উপসাগরীয় সংকট অচলাবস্থা থেকে অগ্রগতির দিকে যাচ্ছে’। তিনি রিয়াদ ও দোহার মধ্যে আলোচনা চলার কথা স্বীকার করলেও বিস্তারিত কিছু জানাননি। অনেক বিশ্লেষকই আশা প্রকাশ করেছিলেন, রিয়াদে উপসাগরীয় সম্মেলনে কাতারের যোগ দেওয়ার মাধ্যমে একটি পুনর্মিলনের পথ খুলতে পারে।

কাতারের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাজেদ আল আনসারি বলেন, সংকট সমাধানে তিনটি মূল ফ্যাক্টরের সমাধান হতে হবে। বিশ্বাস, মুখ রক্ষা করে পিছু হটার উপায় বের করা এবং কাতারের সঙ্গে সম্পর্ক পুনর্মিলনে রিয়াদের উদ্যোগে অবরোধ আরোপকারী অন্য দেশগুলোর প্রতিক্রিয়া কেমন হবে, তার উপর নির্ভর করছে।

 

 

/জেজে/এএ/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস