X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইসরায়েলের সেই ‘ঘাতক বুলেট’ পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুলাই ২০২২, ১৩:৫৩আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৩:৫৩

আল জাজিরা টেলিভিশনের সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যায় ব্যবহৃত বুলেট পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র। গত মাসে ফিলিস্তিনের পশ্চিম তীরে সংবাদ সংগ্রহকালে ফিলিস্তিনি-আমেরিকান এই খ্যাতিমান সাংবাদিককে গুলি করে হত্যা করে দখলদার বাহিনী। পরে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত বুলেটটি যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার ঘোষণা দেয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেল আকরাম আল-খতিব রবিবার বলেছেন, যুক্তরাষ্ট্রের একটি টিম আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহর ঘাতক বুলেটটি পরীক্ষা করবে। এরইমধ্যে তাদের একটি দল বুলেটটির ফরেনসিক পরীক্ষা করতে জেরুজালেমের মার্কিন দূতাবাসে পৌঁছেছে।

তিনি বলেন, পরীক্ষার পর বুলেটটি ফিলিস্তিনিদের কাছে ফেরত দেওয়া হবে এবং এটির বিশ্লেষণে ইসরায়েলের কোনও অংশগ্রহণ থাকবে না। তার ভাষায়, ‘পরীক্ষার জন্য ইসরায়েলি পক্ষকে কখনও বুলেটটি দেওয়া হবে না।’

এর আগে রবিবার ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র দেশটির আর্মি রেডিও-র কাছে দাবি করেন, ইসরায়েলি বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে বুলেটটি পরীক্ষা করবে।

শনিবার, ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে যে তারা আবু আকলেহকে হত্যাকারী বুলেটটি ফরেনসিক পরীক্ষার জন্য মার্কিন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ, অনেক মানবাধিকার গোষ্ঠী এবং সংবাদমাধ্যমগুলোর প্রাথমিকভাবে তদন্ত বলছে, সাংবাদিক আবু আকলেহ ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতেই প্রাণ হারান।

বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, জেরুজালেমে জন্ম নেওয়া শিরিনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।  ব্যালিস্টিক এবং ফরেনসিক বিশেষজ্ঞদের মতে, সবুজ টিপযুক্ত বুলেটটি মূলত বর্ম ছিদ্র করার জন্য ডিজাইন করা এবং ‘এম৪ রাইফেলে ব্যবহৃত হয়েছিল। বুলেটটি তার মাথা থেকে বের করা হয়েছিল।

বুলেটটি থ্রিডি মডেল ব্যবহার করে বিশ্লেষণ করা হয়েছে এবং বিশেষজ্ঞদের মতে এটি ছিল ৫.৫৬ মিমি ক্যালিবার। এই ধরনের বুলেট সাধারণত ইসরায়েলি বাহিনী ব্যবহার করে। বুলেটটি যুক্তরাষ্ট্রে ডিজাইন ও তৈরি করা হয়েছে বলে জানান বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, জেনিন শহরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন শিরীন আবু আকলেহ। এ সময় তাকে গুলি করে হত্যা করে দখলদার বাহিনী। এ ঘটনায় তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র ও কাতার।

/এমপি/
সম্পর্কিত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা