X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ইসরায়েলের সেই ‘ঘাতক বুলেট’ পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুলাই ২০২২, ১৩:৫৩আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৩:৫৩

আল জাজিরা টেলিভিশনের সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যায় ব্যবহৃত বুলেট পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র। গত মাসে ফিলিস্তিনের পশ্চিম তীরে সংবাদ সংগ্রহকালে ফিলিস্তিনি-আমেরিকান এই খ্যাতিমান সাংবাদিককে গুলি করে হত্যা করে দখলদার বাহিনী। পরে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত বুলেটটি যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার ঘোষণা দেয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেল আকরাম আল-খতিব রবিবার বলেছেন, যুক্তরাষ্ট্রের একটি টিম আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহর ঘাতক বুলেটটি পরীক্ষা করবে। এরইমধ্যে তাদের একটি দল বুলেটটির ফরেনসিক পরীক্ষা করতে জেরুজালেমের মার্কিন দূতাবাসে পৌঁছেছে।

তিনি বলেন, পরীক্ষার পর বুলেটটি ফিলিস্তিনিদের কাছে ফেরত দেওয়া হবে এবং এটির বিশ্লেষণে ইসরায়েলের কোনও অংশগ্রহণ থাকবে না। তার ভাষায়, ‘পরীক্ষার জন্য ইসরায়েলি পক্ষকে কখনও বুলেটটি দেওয়া হবে না।’

এর আগে রবিবার ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র দেশটির আর্মি রেডিও-র কাছে দাবি করেন, ইসরায়েলি বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে বুলেটটি পরীক্ষা করবে।

শনিবার, ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে যে তারা আবু আকলেহকে হত্যাকারী বুলেটটি ফরেনসিক পরীক্ষার জন্য মার্কিন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ, অনেক মানবাধিকার গোষ্ঠী এবং সংবাদমাধ্যমগুলোর প্রাথমিকভাবে তদন্ত বলছে, সাংবাদিক আবু আকলেহ ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতেই প্রাণ হারান।

বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, জেরুজালেমে জন্ম নেওয়া শিরিনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।  ব্যালিস্টিক এবং ফরেনসিক বিশেষজ্ঞদের মতে, সবুজ টিপযুক্ত বুলেটটি মূলত বর্ম ছিদ্র করার জন্য ডিজাইন করা এবং ‘এম৪ রাইফেলে ব্যবহৃত হয়েছিল। বুলেটটি তার মাথা থেকে বের করা হয়েছিল।

বুলেটটি থ্রিডি মডেল ব্যবহার করে বিশ্লেষণ করা হয়েছে এবং বিশেষজ্ঞদের মতে এটি ছিল ৫.৫৬ মিমি ক্যালিবার। এই ধরনের বুলেট সাধারণত ইসরায়েলি বাহিনী ব্যবহার করে। বুলেটটি যুক্তরাষ্ট্রে ডিজাইন ও তৈরি করা হয়েছে বলে জানান বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, জেনিন শহরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন শিরীন আবু আকলেহ। এ সময় তাকে গুলি করে হত্যা করে দখলদার বাহিনী। এ ঘটনায় তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র ও কাতার।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন অস্ত্র সহায়তা স্থগিতে রুশ হামলা জোরদারের শঙ্কায় ইউক্রেন
গাজায় যুদ্ধবিরতিট্রাম্পের ‘চূড়ান্ত’ প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, নির্মূলের অঙ্গীকার ইসরায়েলের
লন্ডনে মা‌কে কুপিয়ে হত্যা, ছেলে লায়েক মিয়া অভিযুক্ত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন