গাজায় চলমান সংঘাত বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মুসলিম ও আরব দেশের নেতারা। সেই সঙ্গে ত্রাণসামগ্রী পাঠানোর বিষয়ে যেন কোনও বাধা সৃষ্টি না হয় সে বিষয়ে মুখ খুলেছেন মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সোমবার (২০ নভেম্বর) চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ওআইসি ও আরব লীগের সম্মেলনের পর চীনে সমবেত হয়েছেন আরব দেশের নেতারা। সৌদি আরব, জর্দান, মিসর, ইন্দোনেশিয়া, ফিলিস্তিন এবং ওআইসির কর্মকর্তারা এ বৈঠকে অংশ নিয়েছেন।
সম্প্রতি সৌদি আরবের রিয়াদে আরব ও মুসলিম দেশগুলোর জরুরি শীর্ষ সম্মেলনে গাজা ইস্যুতে যুদ্ধবিরতির আহ্বান জানান মুসলিম নেতারা। সেই সঙ্গে ইসরায়েল যা করছে তাকে মানবতাবিরোধী অপরাধ বলেছেন আরব দেশের নেতারা।
ইসরায়েলি আগ্রাসনের এরই মধ্যে ৪৫ দিন পার হতে চলেছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। এ পরিস্থিতিতে জাতিসংঘের আহ্বানের পরও হামলা বন্ধের পদক্ষেপ না নিয়ে উল্টো ইসরায়েলকে সাহায্য করে যাচ্ছে অনেক পশ্চিমা নেতা।
এদিকে আরব লীগের সম্মেলনে গাজায় সহায়তা পাঠানোর বিষয় ছাড়া খুব একটা সুবিধা করতে পারেননি মুসলিম নেতারা। ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ ছিন্ন করার পাশাপাশি যুদ্ধবিরতির জন্য ইউরোপের ওপর চাপ দেওয়ার প্রস্তাবে অনেক আরব দেশই ভেটো দেয়। এখন বেইজিংয়ে গাজা ইস্যুতে নিয়ে কী সমাধান আসে তা-ই দেখার বিষয়।